অ্যান্টিবডির উপস্থিতিতেও সংক্রমণ ছড়াতে সক্ষম করোনার ভারতীয় স্ট্রেন : সতর্ক করল এইমস

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/02/2021   শেষ আপডেট: 21/02/2021 12:15 p.m.

বিপদ কাটেনি এখনো, চিন্তা বাড়াচ্ছে নয়া স্ট্রেন, ইতিমধ্যেই দেশে সংক্রামিত ২৪০

বছর পেরিয়ে হাতে এল ভ্যাকসিনও, শুরু হয়েছে দেশজুড়ে তার প্রয়োগ। দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হয়েও আবার মাথা চাড়া দিচ্ছে। তবে ভারতে সন্ধান পাওয়া নতুন স্ট্রেন আগের চেয়ে অনেকটাই শক্তিশালী, এমনটাই দাবি করেছেন এইমস( অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্স)এর প্রধান রণদীপ গুলেরিয়া। এতে শুধু সংক্রমণ ছড়ানোতেই রক্ষে নেই, ঘটতে পারে মারাত্মক শারীরিক হানি। যারা একবার আক্রান্ত হয়েছেন এবং আরোগ্য লাভও করেছেন, তারাও এর কবলে পড়তে পারেন। সবচেয়ে উল্লেখযোগ্য যা নিয়ে বেশী চিন্তিত এইমস-প্রধান, এই স্ট্রেন শরীরে অ্যান্টিবডির উপস্থিতিতেও সংক্রমণ ঘটাতে ও বিস্তারে সক্ষম যা রীতিমতো উদ্বেগের বিষয়।

মহারাষ্ট্রে এই নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। সেখানে লকডাউনও বলবৎ হয়েছে নতুন করে। এই মুহূর্তে দেশজুড়ে মোট ২৪০ জনের শরীরে মিলেছে এই নয়া স্ট্রেন। মহারাষ্ট্র ছাড়াও ছত্তিশগঢ়, কেরালা, মধ্যপ্রদেশ ও পঞ্জাবে কোভিড সংক্রমণ আবার উর্দ্ধমুখী। এর কারণ হিসেবেও নতুন স্ট্রেনকে দায়ী করেছেন মহারাষ্ট্র সরকাররে কোভিড টাস্ক ফোর্সের সদস্য শশাঙ্ক জোশী। তবে এইমসের মতানুযায়ী প্রতিষেধক নিলে যে সংক্রমণের কোনো সম্ভাবনা নেই, এমনটা কখনোই বলা যাবেনা। তাই সতর্কতা শিকেয় তোলার কোনো প্রশ্নই নেই।