Neeraj Chopra : ২০২১ সালে Google সার্চ-এ জনপ্রিয় ব্যক্তিত্বের তালিকায় শীর্ষে নীরজ চোপড়া

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/12/2021   শেষ আপডেট: 09/12/2021 11:25 a.m.
twitter.com/desi_thug1

প্রকাশিত হয়েছে ২০২১ সালের Google সার্চের রিপোর্ট, জেনে নিন বিস্তারিত

টোকিও অলিপিক্সে (Tokyo Olympics) সোনা জিতে রাতারাতি সেলিব্রেটি। এবার ২০২১ সালের গুগল সার্চ রিপোর্টে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্বের তালিকায় উঠে এল সোনার ছেলে নীরজ চোপড়ার (Neeraj Chopra) নাম। ২০২১ সালে ভারতে গুগল সার্চের রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি যে মানুষটির খোঁজ করা হয়েছে তিনি আর কেউ নন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। তাৎপর্যপূর্ণ ভাবে দ্বিতীয় নামটি শাহরুখ খানের পুত্র আরিয়ান খান (Aryan Khan)। মুম্বই মাদক মামলায় নাম জড়িয়ে পড়ার পরেই গুগল ট্রেন্ডে চলে আসে আরিয়ান খানের নাম। আর সেই মোতাবেক গুগল ইন্ডিয়ার সার্চ রিপোর্টে দ্বিতীয় নামটি জ্বলজ্বল করছে আরিয়ান খানের।

উল্লেখ্য, বুধবার গুগল ২০২১ সালের ভারত এবং গোটা বিশ্বের সার্চ রিপোর্ট প্রকাশ করেছে। আর তাতেই উঠে এসেছে এমন তথ্য। ২০২১ সালের জনপ্রিয় ব্যক্তিত্বের তালিকায় নীরজ চোপড়া। আর দ্বিতীয় নামটি আরিয়ান খানের। এছাড়া এই তালিকায় বেশ কয়েকজনের নাম আছে। আছে শেহনাজ গিল, রাজ কুন্দ্রা, এলন মাস্ক, ভিকি কোশল, পিভি সিন্ধু, বজরঙ্গ পুনিয়া প্রমুখের নাম। ওভারঅল সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। এছাড়া কোউইন, আইসিসি টি২০ ওয়ার্ল্ড কাপ, ইউরো কাপ, টোকিও অলিপিক্সও সেই তালিকায় উঠে এসেছে।

সবচেয়ে বেশিবার যে সিনেমাটি সার্চ করা হয়েছে তা হল জয় ভীম(Jai Bhim)। আর ক্রমান্বয়ে সেই তালিকায় রয়েছে শেরশাহ, রাধে, বেল বটম প্রভৃতি। সবচেয়ে যে খবর সবচেয়ে বেশিবার সার্চ হয়েছে তা হল টোকিও অলিপিক্স, আফগানিস্তানের খবর, পশ্চিমবঙ্গের নির্বাচন, ঘূর্ণিঝড় তাউটে, লকডাউন প্রভৃতি। লকডাউনে ঘরবন্দী জীবনে মানুষ নিত্যনতুন রান্নায় হাত পাকিয়েছে। সবচেয়ে যে রেসিপি মানুষ বেশিবার সার্চ করেছে তা হল ইনোকি মাশরুম (Enoki Mushroom)। তবে টোকিও অলিপিক্সে সোনা জিতে যেভাবে ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন নীরজ চোপড়া, তেমনই গুগল সার্চে জনপ্রিয় ব্যক্তির তালিকায় উঠে এল তাঁর নাম।