যোগীর জন্মদিনের শুভেচ্ছাবার্তা টুইট করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিতর্ক তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/06/2021   শেষ আপডেট: 06/06/2021 3:19 p.m.
যোগী মোদী twitter.cpm/myogiadityanath, /PMOIndia

প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শুভেচ্ছাবার্তা টুইট করেননি

গতকাল ৫ জুন শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) জন্মদিন ছিল। কিন্তু সারাদিন অপেক্ষার পরও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কোন মাইক্রোব্লগিং সাইটে যোগীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিয়ে বাক্য ব্যয় করতে দেখা গেল না। প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah) যোগীকে টুইট করে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দেননি। এরফলে স্বভাবতই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়। গত বছর ৫ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগীর জন্মদিনে টুইট করে লিখেছিলেন, "উত্তরপ্রদেশের প্রগতিশীল ও কর্মঠ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর নেতৃত্বে রাজ্য উন্নতির নতুন শিখরে পৌঁছাবে।"এরপরই প্রশ্ন উঠছে যোগীর মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর দপ্তরের প্রাক্তন আমলা অরবিন্দকুমার শর্মাকে জায়গা করে দিতে চাওয়া নিয়ে মোদির সঙ্গে কি যোগী শিবিরের ঠান্ডা লড়াই শুরু হয়েছে?

তবে বিতর্কের পর প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে জানানো হয়েছে যে মহামারীর দ্বিতীয় তরঙ্গের এমন ভয়াবহ পরিস্থিতির মাঝে প্রধানমন্ত্রী কারোর জন্মদিনে টুইট করছেন না। অবশ্য তিনি শনিবার ফোন করে যোগী আদিত্যনাথের সাথে কথা বলেছেন এবং তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এর আগেও গত দুই মাসের মধ্যে নীতিন গড়করি কিংবা হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের জন্মদিনে প্রধানমন্ত্রী কোনো টুইট করেননি। তাই যোগীর জন্মদিনে টুইট না করা নিয়ে অযথা জলঘোলা হচ্ছে বলে মনে করেছে গেরুয়া শিবিরের একাংশ।