টার্গেট শূন্য নির্গমন, জলবায়ু রক্ষায় G20 সম্মেলনে "পঞ্চামৃত" প্রদান মোদীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/11/2021   শেষ আপডেট: 02/11/2021 7:13 a.m.
জি-টোয়েন্টি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি https://twitter.com/narendramodi/

২০৭০ সালের মধ্যে ভারতে কার্বন নিঃসরণের পরিমাণ শূন্য হবে

বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এখন গোটা বিশ্বের কাছে ত্রাসের বিষয়। এই নিয়ে গত রবিবার জি ২০ দেশের নেতারা মন্তব্য করেছিলেন। আর তাই প্রত্যেকটি দেশকেই শূন্য নির্গমন লক্ষ্যমাত্রা নিয়ন্ত্রণ করার ওপর চিন্তাভাবনা শুরু করতে হয়েছে। এই বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সোমবার গ্লাসগোয় জলবায়ু সম্মেলনে এক বড় ঘোষণা করেছেন। তিনি লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে বলেছেন যে আগামী ৪৯ বছরের মধ্যে ভারতে কার্বন নিঃসরণের পরিমাণ শূন্য হয়ে যাবে। এছাড়া তিনি জানিয়েছেন যে আগামী দিনে গোটা পৃথিবীকে দূষণমুক্ত করার জন্য ভারত অগ্রণী ভূমিকা পালন করবে। ভারতের "পঞ্চামৃত তত্ত্ব" গোটা বিশ্বকে শূন্য নির্গমন লক্ষ্যমাত্রা পেতে সাহায্য করবে।

গতকাল অর্থাৎ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলবায়ু সম্মেলনে উপস্থিত থেকে বলেছেন, "জলবায়ু পরিবর্তন একটি বিশ্বব্যাপী চিন্তাভাবনা। সেই জায়গায় ভারতের তরফ থেকে আমি পাঁচটি অমৃত তত্ত্ব পেশ করতে চাই। আগামী দিনে পঞ্চামৃতের মাধ্যমে জলবায়ু রক্ষায় অভূতপূর্ব অবদান রাখবে ভারত দেশ।"

মোদির পঞ্চামৃত তত্ত্ব :

১) ভারত ২০৩০ সালের মধ্যে অজীবাশ্ম শক্তির পরিমাণ ৫০০ গিগাওয়াটে নিয়ে যাবে।

২) ২০৩০ সালের মধ্যে ভারত যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তার ৫০ শতাংশ পুনর্নবীকরণ শক্তির মাধ্যমে পূরণ করবে।

৩) ২০৩০ সাল পর্যন্ত যে পরিমাণ কার্বন নিঃসরণ হতে পারে বলে পূর্বাভাস হয়েছে, তার এক বিলিয়ন টন কম করা হবে ভারতে।

৪) ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৪৫ শতাংশ কমে যাবে ভারতে।

৫) ২০৭০ সালের মধ্যে ভারত কার্বন নিঃসরণের পরিমানের ভিত্তিতে শূন্যের লক্ষ্যমাত্রা পূরণ করবে।