টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত RSS প্রধান মোহন ভাগবত, ভর্তি নাগপুর কিংসওয়ে হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/04/2021   শেষ আপডেট: 10/04/2021 4:32 p.m.
মোহন ভাগবত facebook.com/RSSOrg

গতকাল শুক্রবার দুপুরে মোহন ভাগবতের করোনা রিপোর্ট পজেটিভ আসে

চলতি বছরের শুরুতে করোনার প্রকোপ অনেকটা কমলেও মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে দেশজুড়ে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমনের সংখ্যা। বর্তমানে দৈনিক সংক্রমণ ১ লাখ ছুঁয়েছে। মুম্বাইয়ের একাধিক সেলিব্রিটি করোনায় আক্রান্ত। এবার গতকাল অর্থাৎ শুক্রবার জানা গিয়েছে আরএসএস প্রধান মোহন ভাগবত করোনায় আক্রান্ত হয়েছেন। এই খবর টুইট করা হয় আরএসএস এর সরকারি টুইটার হ্যান্ডেল থেকে। সেখানে লেখা হয়েছে, "রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংস্থার শ্রদ্ধেয় সরসংঘচালক মোহন ভাগবত জি আজ দুপুরে করোনা পজিটিভ রিপোর্ট হাতে পেয়েছেন। আপাতত তার শরীরে করোনার সাধারণ উপসর্গগুলি দেখা গিয়েছে। তবে সাবধানতার জন্য তাকে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।"

আরএসএস প্রধান মোহন ভাগবতের বয়স প্রায় ৭০ বছর। আইছি অনেকদিন আগেই করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিল। আগামী সপ্তাহে তার দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল। তবে তার আগেই সংক্রমনের বলি হলেন তিনি। তবে এই বয়সে কো মর্বিডিটি থাকার সম্ভাবনা ভাবাচ্ছে চিকিৎসকদের। এমনকি বেশ চিন্তায় পড়েছেন তার অনুগামীরাও। এছাড়াও জানানো হয়েছে যে যারা যারা শেষ কয়েক দিনে তার সংস্পর্শে এসেছিল তাদের সবাইকে আইসোলেশনে পাঠানো হয়েছে এবং তাদের করোনা পরীক্ষা করা হবে।