ফ্রন্টলাইন কর্মীদের বিশেষ প্রশিক্ষণের জন্য ক্র্যাশ কোর্স করানো হবে, ঘোষণা মোদির

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/06/2021   শেষ আপডেট: 18/06/2021 2:53 p.m.
নরেন্দ্র মোদী facebook.com/narendramodi

মোদি সকল দেশবাসীকে বিনামূল্যে টিকা দেওয়ার কথা ফের বলেছেন

দেশজুড়ে রীতিমতো আশঙ্কা সৃষ্টি করেছিল করোনা (Corona) সংক্রমনের দ্বিতীয় ঢেউ। কিন্তু সম্প্রতি সংক্রমণ কিছুটা কমলেও করোনা কিন্তু নির্মূল হয়নি। আজ অর্থাৎ শুক্রবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ঘোষণা করেছেন যে কোভিড যোদ্ধাদের জন্য একটি ক্র্যাশ কোর্স প্রোগ্রামের (Customised Crash Course programme) সূচনা করা হবে। আসলে কোভিড যোদ্ধাদের পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রসঙ্গে নরেন্দ্র মোদি বলেছেন, "আমরা দেশজুড়ে ১ লাখ ফ্রন্টলাইন কর্মীকে এই প্রশিক্ষণ দেব। দ্বিতীয় ঢেউয়ের আঘাতে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছিল গোটা দেশ। তাই আগামীকালে করোনার বিরুদ্ধে লড়াই করতে আমরা আগে থাকতেই প্রস্তুত থাকবো।" জানা গিয়েছে, ৬ টি ভিন্ন খাতে ফ্রন্টলাইন কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ৩.০ এর অধীনে এই প্রশিক্ষণ হবে।

অন্যদিকে, গোটা দেশজুড়ে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য চলছে টিকাকরন প্রক্রিয়া। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, "সকল দেশবাসীকে বিনামূল্যে করোনার টিকা দিতে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্র সরকার।" আসলে বারংবার দেশজুড়ে কেন্দ্রীয় টিকাকরণ নীতি নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি এই টিকা বন্টন বিষয়ক কেন্দ্র-রাজ্য সংঘাত সুপ্রিমকোর্টের দ্বারে অব্দি পৌঁছেছে। তবে কেন্দ্র ঘোষণা করেছে যে মোট উৎপাদিত টিকার ৭৫ শতাংশ নিজেরা কিনে বিতরণ করবে এবং বাকি ২৫ শতাংশ বেসরকারি হাতে ছেড়ে দেওয়া হবে।