আগামী সপ্তাহেই মমতার দিল্লি সফর, দেখা হতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/11/2021   শেষ আপডেট: 16/11/2021 9:14 a.m.
https://twitter.com/PMOIndia

আলোচনায় কী কী উঠে আসতে পারে জেনে নিন বিস্তারিত

ফের দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে ফের রাজধানীর উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। আগামী ২২ নভেম্বর দিল্লি (Delhi) যাওয়ার কথা। ফেরার কথা ২৫ নভেম্বর। এবারে মমতার দিল্লি গমন যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছেন রাজনৈতিক মহল। একাধিক দাবি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর (Prime Minister) সঙ্গে দেখাও করতে পারেন বলে সূত্রের খবর। রাজ্যের বকেয়া আদায়, সীমান্তে বিএসএফ (BSF) সমস্যা-সহ একাধিক বিষয়ে আলোচনার জোর জল্পনা।

উল্লেখ্য, তৃতীয়বার ক্ষমতায় ফিরেই দিল্লি গিয়েছিলেন। দেখা করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। আলোচনায় বহু জটিল বিষয় উঠে এসেছিল। তবে সেই সঙ্গে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গেও তিনি আলোচনায় বসেছিলেন। তবে এবারের রাজনৈতিক সমীকরণ ঠিক আগের মতো নেই। গত কয়েক মাসে তৃণমূলের তরফে কংগ্রেসের বিরুদ্ধে বারবার মুখ খুলতে দেখা গেছে। বিজেপির বিকল্প কংগ্রেস নয়, একথা তৃণমূলের তরফে জোর গলায় বলতে শোনা গেছে। সম্প্রতি বেশ কয়েকটি রাজ্যে ক্রমাগত কংগ্রেসের নেতাদের ভাঙিয়ে এনে নিজের দলের শক্তিবৃদ্ধির ঘটনায় একথা স্পষ্ট বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

সেই সঙ্গে সামনেই সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। তার আগে মুখ্যমন্ত্রীর দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছেন ওয়াকিবহাল মহল। রাজ্যের বকেয়া আদায়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার করতে পারেন মুখ্যমন্ত্রী। গত কয়েক দিনে সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে বিএসএফের ক্ষমতা বৃদ্ধিতে যথেষ্ট গোঁসা করতে দেখা গেছে রাজ্যকে। সম্প্রতি উত্তরবঙ্গের ঘটনায় গোটা বিষয়টি আরও জটিল হয়েছে। এমন অবস্থায় মুখ্যমন্ত্রীর দিল্লি সফর যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।