ভোররাতে গোপন মিশনে ১৩ মাওবাদী নিকেশ মহারাষ্ট্র পুলিশের, সাফল্যে খুশি ডিআইজি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/05/2021   শেষ আপডেট: 21/05/2021 4:36 p.m.

মহারাষ্ট্র পুলিশের সি ৬০ প্রশিক্ষিত জওয়ানরা এই মিশন করে

ফের মহারাষ্ট্র পুলিশের (Maharashtra Police) জয়জয়কার! আজ অর্থাৎ শুক্রবার (Friday) ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে মহারাষ্ট্র পুলিশ গদচিরোলি জেলার এতাপল্লির জঙ্গলে অভিযান চালিয়ে ১৩ মাওবাদীকে (Maoist) নিকেশ করে। জানা গিয়েছে, গতকাল মহারাষ্ট্রের গদচিরোলির পায়দী কোটমী জঙ্গলের কাছে একটি গ্রামের বাসিন্দাদের সঙ্গে তেন্দু পাতার চুক্তি নিয়ে দেখা করতে আসেন কাসানসুর সালামের মাওবাদী নেতারা। তারা ভোররাতে চুপি চুপি দেখা করে পালানোর চেষ্টা করেছিল। কিন্তু আগে থাকতে গোপন সূত্রে খবর পেয়ে মহারাষ্ট্র পুলিশের সি ৬০ প্রশিক্ষিত জওয়ানরা ওই গ্রামের চারিধারে লুকিয়ে থাকে। মাওবাদীরা পালানোর চেষ্টা করলে পুলিশের সাথে তাদের গুলির লড়াই শুরু হয়। গুলির লড়াইয়ে জয়ী হয় মহারাষ্ট্র পুলিশের সি ৬০ প্রশিক্ষিত জওয়ানরা।

এই বিষয়ে ডিআইজি সন্দীপ পাটিল জানিয়েছেন, "ঘটনাস্থল থেকে ১৩ মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এলাকায় আরও বেশ কয়েকজন মাওবাদী থাকার সম্ভাবনা রয়েছে। তাই তাদের উদ্দেশ্যে খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থল থেকে মাওবাদীদের দেহের পাশাপাশি কয়েকটি অস্ত্র, কিছু দৈনন্দিন জিনিসপত্র এবং সাহিত্যের বই উদ্ধার হয়েছে।" প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৯ মার্চ এই এলাকাতেই মাওবাদীদের সাথে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই হয়। তাতে ২ মহিলা সহ ৫ মাওবাদীর মৃত্যু হয়। তখন তাদের কাছ থেকে প্রেসার কুকার বোমা ও শয়ে শয়ে কার্তুজ উদ্ধার হয়েছিল।