গ্যাস বুকিংয়ের আধ ঘন্টার মধ্যে ডেলিভারি!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/01/2021   শেষ আপডেট: 15/01/2021 12:20 p.m.

কবে থেকে পাওয়া যাবে চটজলদি গ্যাস-পরিষেবা?

হ্যাঁ, ঠিকই পড়লেন। এবার থেকে আর রান্নার গ্যাস বুকিংয়ের পর দিনের পর দিন ডেলিভারির অপেক্ষায় হাপিত্যেশ করে বসে থাকতে হবেনা। পরের মাসের পয়লা তারিখ থেকে বুক করার মাত্র আধঘন্টার মধ্যেই দোরগোড়ায় পৌঁছে যাবে রান্নার গ্যাস।

পরীক্ষামূলকভাবে দেশের প্রতিটি রাজ্যের কেবল একটি করে শহরে প্রাথমিকভাবে এই পরিকল্পনা বাস্তবায়িত করবে আইওসি। বর্তমানে দেশের ২৮ কোটি এলপিজি ব্যবহারকারীর মধ্যে ১৪ কোটি অর্থাৎ অর্ধেক গ্রাহক আইওসি এলপিজি বা ইন্ডেন ব্যবহার করেন। আগামী ১লা ফেব্রুয়ারি থেকে বুক করার আধ ঘন্টার মধ্যে গ্যাস হাতে পাবেন দেশজুড়ে নির্বাচিত শহরের গ্রাহকরা। সেক্ষেত্রে কিছু অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতে পারে বলে জানায় কর্তৃপক্ষ। তবে সেই অতিরিক্ত চার্জ কত হবে তা এখনো নির্ধারিত হয়নি।