অক্সিজেনের অভাবে মৃত্যু গণহত্যার শামিল, জানাল এলাহাবাদ হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/05/2021   শেষ আপডেট: 05/05/2021 11:05 a.m.
এলাহাবাদ হাইকোর্ট By Vroomtrapit at English Wikipedia - Vroomtrapit (talk), CC0, https://commons.wikimedia.org/w/index.php?curid=15242267

উত্তরপ্রদেশের লখনউ ও মেরঠ জেলায় অক্সিজেনের সংকট প্রকট হয়ে উঠেছে

কোভিড পরিস্থিতিতে হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুকে গণহত্যার শামিল বলল এলাহাবাদ হাইকোর্ট। এই ঘটনা অপরাধমূলক ঘটনার মধ্যে পড়ে বলেও জানিয়েছে আদালত।

মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্টে এক জনস্বার্থ মামলার শুনানিতে এমন নজির বিহীন সিদ্ধান্তের কথা জানিয়েছে এলাহাবাদ আদালত। উত্তরপ্রদেশে লখনউ ও মেরঠের হাসপাতালে অক্সিজেনের অভাবে কোভিড রোগীদের মৃত্যুর অভিযোগ এসেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাহাবাদ হাইকোর্টে এক জনস্বার্থ মামলার শুনানিতে বিচারপতি সিদ্ধার্থ বর্মা ও বিচারপতি অজিত কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে অক্সিজেন অভাবে কোভিড রোগীদের মৃত্যু অপরাধমূলক ঘটনার আওতায় পড়ে। শুধু তাই নয়, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এই ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, "হাসপাতালে শুধুমাত্র অক্সিজেনের অভাবে মৃত্যুর ঘটনা আমাদের নজরে এসেছে। এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই ধরণের ঘটনা অপরাধমূলক ঘটনার আওতায় পড়ে। আইনত এই ঘটনা গণহত্যার থেকে কম কিছু নয়।" আদালত উত্তরপ্রদেশ সরকারকে ভর্ৎসনা করে বলেছে, "যখন বিজ্ঞানের এত উন্নতি হয়েছে, হৃদযন্ত্র প্রতিস্থাপন, মস্তিষ্কে অস্ত্রোপচারের মতো ঘটনা ঘটছে, তখন এভাবে কী করে অক্সিজেনের অভাবে মানুষকে মরতে দিতে পারি?’’

দেশজুড়ে অক্সিজেনের ঘাটতি দেখা দিলেও উত্তরপ্রদেশের যোগী সরকার বারবার জানিয়েছে তাদের রাজ্যে অক্সিজেনের কোন খামতি নেই। কিন্তু লখনউ এবং মেরঠে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনা সংবাদমাধ্যমে আসায় এলাহাবাদ হাইকোর্ট রীতিমত চিন্তিত। এই ঘটনায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুই জেলার জেলাশাসককে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত।