বাজারে ক্রমেই বাড়ছে ৫০০ টাকার জাল নোট, জেনে নিন আসল নোট চেনার উপায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/05/2021   শেষ আপডেট: 29/05/2021 7:23 p.m.

চলতি বছরে ৫০০ টাকার জাল নোটের পরিমাণ বেড়েছে ৩১.৩ শতাংশ

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সম্প্রতি একটি বার্ষিক রিপোর্ট তৈরি করেছে যাতে আশঙ্কাজনক পরিসংখ্যান সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী ভারতীয় বাজারে ক্রমেই বাড়ছে ৫০০ টাকার জাল নোটের পরিমান। ২০২০-২১ সালের রিপোর্ট অনুযায়ী গত অর্থবর্ষের তুলনায় চলতি বছরে ৫০০ টাকার জাল নোটের পরিমাণ বেড়েছে ৩১.৩ শতাংশ যা অত্যন্ত উদ্বেগজনক। তবে পরিসংখ্যান অনুযায়ী অন্যান্য নোটের জাল হওয়ার প্রবণতা অনেকটাই কমেছে। জানা গিয়েছে ২০১৯-২০ সালে চিহ্নিত হওয়া মোট জাল নোটের পরিমাণ ২ লাখ ৯৭ হাজার টাকা।

কি পদ্ধতিতে জাল নোট চেনা যাবে? জেনে নিন আসল নোট চেনার উপায়:

১) নোটটিকে আলোর দিকে ধরলে ৫০০ লেখা দেখা যাবে।

২) দেবনাগরী হরফে নোটের মধ্যে ৫০০ লেখা থাকবে।

৩) পুরনো নোটের তুলনায় নতুন ৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধীর অবস্থান বেশ আলাদা।

৪) নোটের পিছনে লালকেল্লার ছবি থাকবে।

৫) নোটের পিছনের দিকের বাম প্রান্তে "স্বচ্ছ ভারত" লোগো থাকবে।

৬) নোটের মধ্যে মহাত্মা গান্ধীর ছবির ডানদিকে গ্যারান্টি ক্লজ, প্রতিশ্রুতির বয়ান সহ গভর্নরের স্বাক্ষর, আরবিআই লোগো ইত্যাদি দেখা যাবে।