প্রয়াত সঙ্গীতশিল্পী KK, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু গায়কের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/05/2022   শেষ আপডেট: 31/05/2022 11:43 p.m.
instagram.com/kk_live_now

আজ কলকাতার স্যার গুরুদাস কলেজের অ্যানুয়াল অনুষ্ঠানে গান করেছেন তিনি

সঙ্গীত জগতে ফের নক্ষত্রপতন। কলকাতায় অনুষ্ঠান করার অব্যবহিত পরেই মৃত্যু হলো বলিউডের অন্যতম গায়ক কেকে-র। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৪ বছর। আজ নজরুল মঞ্চে উল্টোডাঙ্গা স্যার গুরুদাস কলেজের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন কৃষ্ণকুমার কুন্নাথ। কিন্তু হঠাৎ করেই হলো ছন্দপতন।

হঠাৎই হৃদরোগে আক্রান্ত হলেন এই কিংবদন্তি গায়ক। নজরুল মঞ্চ থেকে সরাসরি তাকে নিয়ে যাওয়া হয় আলিপুরের CMRI হাসপাতালে। সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায় আসার পথেই মৃত্যু হয়েছে এই গায়কের। তবে এখনও ডাক্তাররা অস্বাভাবিক কিছু খুজে পাননি মৃত্যুর। হিন্দি ও বাংলা ছাড়াও ভারতের একাধিক ভাষায় তিনি গান গেয়েছেন। দিল ইবাদত থেকে শুরু করে আখো মে তেরি, ক্যা মুঝে প্যার হে থেকে শুরু করে খুদা জানে এইসব গান তার গলায় রয়ে যাবে অমলিন।