বিধানসভা নির্বাচনের আগে বাংলায় তৃণমূলের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন কেজরিওয়াল ও হেমন্ত সোরেন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/03/2021   শেষ আপডেট: 23/03/2021 8:33 p.m.
মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়াল Twitter

মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল জাতীয় রাজনীতির নয়া ‘তৃতীয় মোর্চা’-র অন্যতম জনপ্রিয় দুই মুখ

ডাক এলে তৃণমূলের (Trinamool) হয়ে প্রচার করতে চান বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। তাঁদের মতে, শুধু দিদির একটা ডাকের অপেক্ষা। তাহলেই দিল্লির ‘ভাইয়া’ তাঁর সঙ্গীদের নিয়ে ঝাঁপিয়ে পড়বেন দিদিকে ক্ষমতায় ফেরাতে।

মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল জাতীয় রাজনীতির নয়া ‘তৃতীয় মোর্চা’-র অন‌্যতম জনপ্রিয় দুই মুখ। বলাবাহুল্য, নানা ইস্যুতেই মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন কেজরিওয়াল। এমনকি গত বছর শেষের দিকেও আইপিএস অফিসারদের বদলি ইস্যুতে কেন্দ্র-রাজ্য সংঘাতে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকেছেন তিনি। অন্যদিকে কেজরিওয়ালের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

তবে শুধু কেজরিওয়াল নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার ডাক দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি বলেন, “বাংলায় মমতা দিদি আছেন। উনি যেভাবে রাজ‌্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা প্রশংসনীয়। আমরা সেখানে তাঁর পথে বাধা তৈরি করতে চাই না। বরং যেভাবে উনি উন্নয়ন করছেন, আমরা তাঁর পাশে থাকতে চাই। দিদি যদি মনে করেন আমাদের বাংলায় যাওয়া দরকার, ওঁনার এক ডাকে মুখ‌্যমন্ত্রী, উপমুখ‌্যমন্ত্রী-সহ আমাদের সবাই তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করতে বাংলায় ছুটে যাবেন।"

তবে দেখার বিষয় শারদ পাওয়ার থেকে শিবসেনা, তেজস্বী যাদব থেকে অরবিন্দ কেজরিওয়ালের সহযোগিতা নিতে রাজি হন কিনা বাংলার মুখ্যমন্ত্রী।