বিশ্বের 'কুৎসিততম' ভাষা কন্নড়, গুগল সার্চ ইঞ্জিনে এমন বিস্ময়কর উত্তর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/06/2021   শেষ আপডেট: 04/06/2021 12:35 p.m.
গুগল এলএলসি

আইনি চাপে ক্ষমা চাইল গুগল

বিশ্বের কুৎসিততম ভাষা কী? এর উত্তরে গুগল (Google) জানাচ্ছে ভারতের অন্যতম একটি প্রাচীন ভাষার নাম। এমনই একটি অভিযোগ উঠে এসেছে গুগলের বিরুদ্ধে।

বৃহস্পতিবার গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে কুৎসিততম ভাষার নাম লিখলেই উঠে আসছে কর্নাটকের কন্নড় ভাষার নাম। গুগলের এই উত্তরের জেরে তীব্র বিতর্ক তৈরি হয়। নজরে আসতেই কর্নাটকবাসী থেকে শুরু করে নেতা-মন্ত্রীরাও তাঁদের ক্ষোভ উগরে দেন স্যোসাল প্ল্যাটফর্মে। টেক জায়েন্টের এমন ভুল মানুষ মানবেই বা কেন? বিতর্ক যখন নিয়ন্ত্রণের বাইরে তখন গুগলকে আইনি নোটিশ পাঠানোর কথা বলেন কর্নাটকের নেতা-মন্ত্রীরা। নজরে আসতেই তড়িঘড়ি গুগল ক্ষমা চেয়ে ভুল স্বীকার করে।

গুগলের এমন ভুল নিয়ে সরব হয়েছেন কর্নাটকের মন্ত্রী অরবিন্দ লিম্ভাবলি। তিনি টুইটারে বলেছেন, এমন ভাবে ভারতের একটি অন্যতম প্রাচীন ভাষাকে অপমান করার কারণ কী? অবিলম্বে গুগলকে আইনি নোটিশ পাঠানো হবে। ভারতবর্ষের এমন একটি সমৃদ্ধ ভাষার বিরুদ্ধে এমন মন্তব্য করা যায় না বলেও তিনি মন্তব্য করেন। এরপর গুগল নড়েচড়ে বসে। এক বিবৃতি মারফত জানায়, এমন অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। কোন ভাষার ভাবাবেগকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। এটি একটি প্রযুক্তিগত ত্রুটি।