ফের উত্তপ্ত দুমকা, দলিত কন্যাকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল মুসলিম যুবকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/09/2022   শেষ আপডেট: 04/09/2022 8:21 a.m.
https://twitter.com/amitmalviya

স্কুলছাত্রী অঙ্কিতার ঘটনার পর ফের এক দলিত নাবালিকার মৃত্যুর ঘটনায় দুমকায় তীব্র চাঞ্চল্য

ফের খবরের শিরোনামে ঝাড়খণ্ডের (Jharkhand) দুমকা। এবার এক দলিত নাবালিকাকে (Dalit Minor Girl) বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল একজন মুসলিম যুবকের বিরুদ্ধে। শুক্রবার সকালে দুমকাতে একটি গাছে বছর ১৪-র এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

পরিবারের অভিযোগ, আরমান আনসারি নামের এক মুসলিম যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এই দলিত কন্যার সঙ্গে সহবাস করে। তারপর সে গর্ভবতী হয়ে পড়ে। যদিও আরমান আনসারি তাকে আর বিয়ে করতে চায়নি। তারপরেই এই ঘটনা। ঘটনাটি আত্মহত্যার নাকি ধর্ষণের পরে খুন সে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ইতিমধ্যেই পুলিশ আরমান আনসারিকে গ্রেফতার করেছে। গত কয়েক দিনে দুমকায় পরপর এমন ঘটনায় সে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগ দাবি করেছে বিরোধী দলগুলি। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে গোটা ঘটনা স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক টুইট বার্তায় বলেছেন, "অঙ্কিতা সিংয়ের পরে ফের ঘটনা। এখন আরমান আনসারি একটি নাবালিকা দলিত মেয়েকে ধর্ষণ করে, খুন করে এবং তাকে দুমকার একটি গাছে ঝুলিয়ে দিয়েছে। হেমন্ত সোরেনের অধীনে ঝাড়খণ্ডের দলিত ও আদিবাসীরা নিরাপদ নয়। তিনি নিজের এবং পরিবারের জন্য খনির ইজারা বরাদ্দ করতে ব্যস্ত থাকাকালীন তিনি মৌলবাদীদের দখলের অনুমতি দিয়েছেন।" অমিত মালব্যের এই টুইটের পরেই তৈরি হয়েছে তীব্র চাপানউতোর।

অন্যদিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এক টুইট বার্তায় বলেছেন, "দুমকার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। উল্লিখিত মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং আমি দুমকা পুলিশকে ন্যায়বিচার নিশ্চিত করতে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি। ঈশ্বর যেন বিদেহী কন্যাকে শান্তি দেন এবং শোকাহতদের শক্তি দেন। পরিবারের এই সংকটময় সময়ে পাশে আছি।"

উল্লেখ্য, এই দুমকাতেই দিন কয়েক আগেই অভিযোগ উঠেছিল লাভ জিহাদের শিকার হয়ে মৃত্যুর ঘটনা। পাঁচ দিন লড়াই করার পর শেষমেশ মারাই গিয়েছেন দ্বাদশ শ্রেণির স্কুলছাত্রী অঙ্কিতা কুমারী। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঘুমন্ত অবস্থায় গায়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। মৃত্যুর আগে তিনি পুলিশের কাছে গোটা বিষয়টি জানিয়ে গিয়েছেন বলেও খবর। আর তারপরেই এই দলিত কন্যার মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে ঝাড়খণ্ডের দুমকা।