মানব শরীরে ট্রায়ালের জন্য অনুমোদন পেলো ভারতের তৈরি করোনা ভ্যাকসিন HGCO19

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/12/2020   শেষ আপডেট: 12/12/2020 2:34 p.m.

পুনের জেনোভা এবং আমেরিকার এইচডিটি বায়ো সংস্থার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই টিকা

ভারতে তৈরি করোনা টিকা মানব শরীরে ট্রায়ালের জন্য অনুমোদন পেলো। বুধবার এই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয় ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-র বৈঠকে। এই নিয়ে তৃতীয় কোনো টিকা মানব শরীরে ট্রায়ালের অনুমোদন পেলো ভারতে।

ফাইজার ও মডার্না-র তৈরি করা টিকার মতো পুনের জেনোভা এবং আমেরিকার এইচডিটি বায়ো সংস্থার যৌথ উদ্যোগে তৈরি টিকা HGCO19-ও দেহে আরএনএ সংযোগ ব্যবস্থা কাজে লাগিয়ে শরীরে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে।

জেনোভা-র এই mRNA টিকা সম্পূর্ণ কৃত্রিম উপায়ে তৈরি। এতে এনকোড করা নির্দেশাবলী অনুযায়ী করোনা ভাইরাসের সাথে মোকাবিলা করার জন্য সুরক্ষা তৈরি হয় দেহে। ইতিমধ্যেই এই টিকা পশুদের শরীরে প্রয়োগ করা হয়েছে। এবং প্রাণী সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অ্যান্টিবডি তৈরির প্রমাণ পাওয়া গেছে এটির প্রয়োগে।

এই টিকার বিশেষত্ব এটি সরাসরি দেহকোষে প্রবেশ করতে পারে। আর এর ফলেই এটি অন্যান্য টিকার থেকে বেশি কার্যকর হবে বলে মনে করছেন নির্মাতারা। এছাড়াও এটি ২-৮ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। যার ফলে ভারতে ব্যবহৃত অন্যান্য যেকোনো টিকার সাথে একসাথেই একে সংরক্ষণ করা যাবে।