রেলযাত্রায় আপনাকে আর ভাবতে হবে না লাগেজের ভাবনা!

তুফান সিংহরায়
প্রকাশিত: 25/10/2020   শেষ আপডেট: 25/10/2020 1:51 a.m.

'ব্যাগ অন হুইল' পরিসেবা আনছে রেল। যাত্রীরা পাবেন লাগেজের 'পিকআপ অ্যান্ড ড্রপ' পরিসেবা

বাড়ি থেকে আপনার লাগেজ নিয়ে যাওয়া এবং গন্তব্য ঠিকানায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে প্রস্তুতি নিচ্ছে ভারতীয় রেল। 'ব্যাগ অন হুইল' নামে এই পরিসেবা যোগ হতে চলেছে ভারতীয় রেলের খাতায়।

মোবাইল অ্যাপে লাগেজ বুক করা যাবে। তবে যাত্রা শুরুর স্টেশনের সিটি এলাকা এবং গন্তব্য স্টেশনের সিটি এলাকাতেই লাগেজ পিকআপ ড্রপের এই পরিসেবা পাওয়া যাবে। এরজন্য রেলকে নির্ধারিত চার্জ দেবেন যাত্রীরা।

করোনা পরবর্তী পর্যায়ে কি কি ভাবে রেলের আয় বাড়ানো যায় সেই ভাবনা থেকেই এই পরিসেবা শুরু করছে রেল। প্রাথমিকভাবে পাইলট প্রজেক্ট হিসাবে দিল্লি, দিল্লি জংশন, হজরত নিজামুদ্দিন, দিল্লি ছারনি, দিল্লি সারাই রোহিল্লা, গাজিয়াবাদ এবং গুরগাঁও স্টেশনে এই পরিষেবা চালু হবে। বিষয়টি ক্লিক করলে সারাদেশে এই পরিসেবা দেওয়ার কথা ভাববে রেল।

রেলের আয় বাড়ার সাথেসাথে এই পরিষেবায় যাত্রীদেরও যে বিস্তর সুবিধা হবে তা বলার অপেক্ষা রাখে না।