পুঞ্চ সীমানায় পাকিস্তানের গোলাবর্ষণ

কৌস্তভ চ্যাটার্জী
প্রকাশিত: 11/12/2020   শেষ আপডেট: 11/12/2020 2:38 p.m.

ভারতের প্রত্যাঘাতে বলি ৫ পাক সৈনিক

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আবারো কাশ্মীরের পুঞ্চ সীমান্তে এলওসিতে ক্রমাগত আক্রমণ শুরু করে পাকিস্তানী সেনাবাহিনী। তবে এবার হাতেনাতে প্রত্যুত্তর পেয়েছে পাক সেনা। ভারতীয় সৈন্যদের পাল্টা আঘাতে প্রাণ হারান পাঁচ পাকিস্তানী সেনা ও আঘাতপ্রাপ্ত আরও তিন।

বেশ কয়েকদিন ধরেই সীমান্তে আঘাত করতে চেয়েছে পাকিস্তান যদিও ভারতের সদাসতর্ক সেনার পরাক্রমে প্রতিবারই পিছু হটেছে তারা। বৃহস্পতিবার রাতে পুঞ্চ সীমান্ত এলাকার নাগরিক সুবিধা কেন্দ্রগুলিকে লক্ষ্য করে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে সহসা অনবরত গুলিবর্ষণ করতে থাকে পাকিস্তানী সেনাদল। গুলির সাথে বোমাবাজিও চালায় তারা। জবাবে ভারতীয় সেনাবাহিনী পাল্টা গুলি চালালে ছত্রভঙ্গ হয় তারা এবং পাক আক্রমণও দুর্বল হয় ও বেশ কয়েকটি বাঙ্কারও নষ্ট হয় ভারতীয় জওয়ানদের প্রত্যাঘাতে। মারা যান পাঁচ পাক সেনা ও আহত হন আরও তিনজন। বুধবারও পাক সেনা মানকোটে আচমকা গোলাবর্ষণ করতে শুরু করলে ভারতের পাল্টা গুলিতে দুই পাক সেনা খতম হয়। এর আগেও পুঞ্চে পাকিস্তানী ড্রোন আবিষ্কার করেন ভারতীয় সেনাবাহিনী এবং কোরান সেক্টরে একটি পাক-কোয়াড্রাকাপ্টারকে গুলি করে নামায় ভারত। দীর্ঘ মাস ধরে পাকিস্তানের এহেন আচরণে এখন প্রতি মুহূর্ত সজাগ ও প্রস্তুত ভারতীয় জওয়ানরা।