পালটা আঘাত ভারতীয় সেনাবাহিনীর

শ্রীরূপা বন্দ্যোপাধ্যায়
প্রকাশিত: 13/11/2020   শেষ আপডেট: 13/11/2020 8:37 p.m.
twitter @DRDO_India

জম্মু–কাশ্মীরে নিহত ৮ পাকিস্তানি সেনা

শুক্রবার জম্মু–কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল (এলওসি) বরাবর যুদ্ধবিরতি লংঘন করে পাকিস্তানি সেনা৷ একজন বিএসএফ সাব–ইন্সপেক্টর সহ কমপক্ষে চারজন ভারতীয় সেনার মৃত্যু হয়৷ আজ শনিবার পালটা আঘাত হানল ভারতীয় সেনা৷ সূত্র উল্লেখ করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, কমপক্ষে ৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন৷ এঁদের মধ্যে রয়েছেন স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি)–এর দুই থেকে তিনজন কম্যান্ডো৷

শুক্রবারের পাক হামলায় জম্মু–কাশ্মীরের চার অসামরিক ব্যক্তিরও মৃত্যু হয়৷ আহত হন বেশ কয়েকজন৷ ভারতীয় সেনা সূত্রের খবর, এদিনের পাল্টা আঘাতে পাক সেনাবাহিনীর ১০ থেকে ১২ জন সেনা ভারতীয় সেনার গুলিতে মারা গেছেন৷ পাকিস্তানের বেশ কয়েকটি সেনা–বাংকার, জ্বালানি–ভাণ্ডার ও লঞ্চ প্যাড ভারতীয় সেনার হামলায় ধ্বংস হয়েছে৷

পাঁচদিন আগে এলওসি বরাবর তিন সন্ত্রাসবাদী ও তিন ভারতীয় সেনার নিহত হওয়ার ঘটনায় সীমান্তে উত্তেজনার সূত্রপাত হয়৷