মাঝ আকাশে হঠাৎ ভেঙে পড়লো মিগ ২১ বাইসন যুদ্ধবিমান, মর্মান্তিক মৃত্যু পাইলটের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/03/2021   শেষ আপডেট: 17/03/2021 4:10 p.m.
indianairforce.nic.in

দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বায়ুসেনা আধিকারিক এ গুপ্তার

দুর্ঘটনার কবলে পড়ে মাঝ আকাশে ভেঙ্গে পরল ভারতীয় বায়ুসেনার একটি মিগ ২১ বাইসন যুদ্ধবিমান। বায়ুসেনার সূত্রে জানা গেছে, আজ অর্থাৎ বুধবার নিয়মমাফিক প্রশিক্ষণের জন্য মধ্য ভারতের একটি বায়ু সেনা ঘাঁটি থেকে উড়েছিল মিগ ২১ বাইসন যুদ্ধবিমান। অন্যান্য দিনের মতোই চলছিল ট্রেনিং। কিন্তু যুদ্ধবিমানটি আকাশে ওড়ার পর হঠাৎ করেই মাঝ আকাশে ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বায়ুসেনার আধিকারিক গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তার। মৃত্যুর খবর বায়ুসেনার মারফত তার বাড়িতে পৌঁছালে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, আজকের ঘটনার ঠিক দুমাস আগে রাজস্থানের সুরতগরে একটি মিগ-২১ যুদ্ধবিমান আকাশের মাঝে ভেঙে পড়ে। কিন্তু সেই ঘটনায় সৌভাগ্যক্রমে পাইলটের কোনো ক্ষতি হয়নি। কিন্তু এবার মর্মান্তিক মৃত্যু হয়েছে যুদ্ধ বিমানের পাইলট এ গুপ্তার।