প্রত্যেক মাসে বাড়ি বসেই মাসে ৩,০০০ টাকা রোজগারের সুযোগ দিচ্ছে ভারত সরকার, দেখে নিন কিভাবে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/03/2022   শেষ আপডেট: 09/03/2022 8:53 a.m.

ভারত সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে, মূলত শ্রমিকদের জন্য

ভারত সরকার এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য নানা ধরনের প্রকল্প এবং তাদের পুরনো কিছু স্কিম নতুন করে চালানো শুরু করেছে। ইতিমধ্যেই, অটল পেনশন যোজনা, বিনামূল্যে শিক্ষা, কর্মসংস্থান, রেশন, স্বাস্থ্যব্যবস্থা সবকিছুই দিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। এছাড়াও ভারত সরকারের শ্রমদপ্তরের তরফ থেকেও নানা সময়ে একাধিক স্কিম সামনে আসে, যা আপনাকে একাধিক সুবিধা দিতে পারবে। আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 'আজাদী কা অমৃত মহোৎসব' শুরু করে দেওয়া হয়েছে। বিগত ৭ মার্চ থেকে শুরু হয়ে গিয়েছে এই উৎসব এবং এটি চলবে আগামী ১৩ মার্চ পর্যন্ত।

এই মহোৎসব এর মধ্যেই ভারত সরকারের তরফ থেকে করা হয়েছে একটি বড় ঘোষণা। ভারতে যারা দিনমজুর এবং অসংগঠিত শ্রমিক রয়েছেন তাদের জন্য একটি নতুন প্রকল্প শুরু করেছে ভারত। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'ডোনেট এ পেনশন' যোজনা। প্রধানমন্ত্রী শ্রম যোগী মান যোজনা অনুযায়ী এই প্রকল্প কাজ করবে। তবে 'ডোনেট এ পেনশন' বিষয়টি একটু অন্যরকম। এই প্রকল্পে যেকোনো সাধারণ মানুষ তাদের বাড়ির পরিচারিকা হোক কিংবা অসংগঠিত খাতের যেকোনো কর্মীকে সামান্য পরিমাণ টাকা প্রিমিয়াম দিয়ে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে পারবেন। ভারত সরকার এই প্রকল্পকে আত্মনির্ভর ভারত প্রকল্পের মধ্যেও যুক্ত করেছে। এই প্রকল্পের সফল বাস্তবায়ন হলে প্রায় লক্ষাধিক অসংগঠিত খাতের কর্মী উপকৃত হবে বলে ভাবনা সরকারের।

প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা:

অসংগঠিত সেক্টর এর সঙ্গে সংযুক্ত যেকোনো কর্মী এতে অংশগ্রহণ করতে পারেন। মুচি হোক কিংবা মালি, গৃহকর্মী, ধোপা এমনকি রিকশাচালক ব্যক্তিরাও এই প্রকল্পের আওতায় আসতে পারেন। ১৮ থেকে ৪০ বছরের মধ্যে যদি কোন ব্যক্তির বয়স হয়, তাহলে তিনি নিজের পরবর্তী জীবন সুরক্ষিত রাখার জন্য নিজেকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করতে পারেন। তবে প্রত্যেকটি বয়সের জন্য আলাদা আলাদা প্রিমিয়ামের স্ল্যাব আছে।

এই প্রকল্পে অন্তর্ভুক্তি করলে, সেই নির্দিষ্ট ব্যক্তি এক মাসে যত টাকা প্রিমিয়াম দেবেন, সেই একই পরিমাণ টাকা ভারত সরকারও তার অ্যাকাউন্টে সংযুক্ত করবে। যদি কোন ব্যক্তি, ২৯ বছর বয়সে এই প্রকল্পে অন্তর্ভুক্ত হন, তাহলে তাকে ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ১০০ টাকা করে দিতে হবে। তারপরে ৬০ বছর হয়ে গেলে তিনি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। তবে হ্যাঁ, একই সঙ্গে যে ব্যক্তিরা আবেদন করছেন, তাঁরা কোনও ভাবেই New Pension Scheme (NPS), Employees’ State Insurance Corporation (ESIC) scheme বা Employees’ Provident Fund Organisation (EPFO)-এর সদস্য হতে পারবে না।