৩১ অগাস্ট পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক বিমানে ‘না’ ভারতের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/07/2021   শেষ আপডেট: 30/07/2021 10:48 p.m.
pixabay

বর্তমানে ভারতের সাথে ২৮ টি দেশের বাইল্যাটেরাল এয়ার বাবল চুক্তি আছে

১৬ মাস আগে চিরাচরিত আন্তর্জাতিক যাত্রী পরিবাহী বিমান পরিষেবা বন্ধ করেছিল ভারত। সৌজন্যে, কোভিড-১৯ অতিমারি। সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার সময় ছিল এই বছর জুলাই মাসের ৩১ তারিখ। কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে সেই নিষেধাজ্ঞা আরও একমাস বাড়ানোর সিদ্ধান্ত নিল সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। একইসঙ্গে তাঁরা জানিয়েছেন, মালবাহী(কার্গো) বিমান আগের মতই চলবে। সেই সঙ্গে যে সমস্ত দেশের সাথে বাইল্যাটেরাল এয়ার বাবল চুক্তি আছে, সেই দেশগুলির সাথেও বিমান পরিষেবা বজায় থাকবে আগের মতো।

প্রসঙ্গত, ভারতের সাথে বর্তমানে ২৮ টি দেশের দ্বিপাক্ষীয় এয়ার বাবল চুক্তি আছে। সেগুলি হল, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, ফ্রান্স, জার্মানি, আফগানিস্তান, বাহরিন, বাংলাদেশ, ভূটান, ইথিওপিয়া, ইরাক, জাপান, কেনিয়া, কুয়েত, মলদ্বীপ, নেপাল, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, কাতার, রোয়ান্ডা, সিসিলি, তানজানিয়া, ইউক্রেন, আরব আমিরশাহি এবং উজবেকিস্তান।

এ বিষয়ে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন(ডিজিসিএ) জানিয়েছেন, “যোগ্য কর্তৃপক্ষ কর্তৃক বিচারের ভিত্তিতে নির্বাচিত রুটে আন্তর্জাতিক নির্ধারিত বিমান পরিষেবা অনুমোদিত হতে পারে”।