‘স্কিন টু স্কিন কন্ট্যাক্ট’ না হলে তা যৌন নির্যাতন নয়— বোম্বে হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/01/2021   শেষ আপডেট: 25/01/2021 5:37 a.m.
বোম্বে হাইকোর্ট @wikipidea

বোম্বে হাইকোর্টের রায়ের পর উত্তাল সোশ্যাল মিডিয়া— বিতর্ক

শিশুদের যৌন নির্যাতন থেকে সুরক্ষা আইন অর্থাৎ পকসো বিষয়ে বোম্বে হাইকোর্টের দেওয়া বিশ্লেষণের পর বিতর্কে উত্তাল গোটা দেশ। বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের মহিলা বিচারপতি পুষ্প গানেদিওয়ালা এই রায় দেন। তাতে তিনি স্পষ্ট বলেন, শিশুদের জামাকাপড় না খুলিয়ে বা জামার ভিতরে হাত গলিয়ে তাদের বুক বা যৌন অঙ্গ স্পর্শ না করা পর্যন্ত সেটিকে যৌন নির্যাতন বলা যাবে না। অর্থাৎ যতক্ষণ না ‘স্কিন টু স্কিন কন্ট্যাক্ট’ না হয় ততক্ষণ তা যৌন নির্যাতন নয়।

সম্প্রতি ১২ বছরের এক শিশুর বুকে চাপ দেওয়া এবং তার জামাকাপড় খোলার চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির আর্জির প্রেক্ষিতে এই রায়। প্রাথমিকভাবে অভিযুক্ত ব্যক্তির তিন বছরের কারাদণ্ডের কথা হলেও পকসো’র এই নতুন ব্যাখ্যা অনুযায়ী তাঁর এক বছরের কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু হাইকোর্টের এই ব্যাখ্যার পর প্রতিবাদের ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। যখন বাসে ট্রেনে অফিসে ‘ব্যাড টাচ্’—এর প্রসঙ্গ বাড়ছে দিনদিন তখন এমন এক রায় এইসব ঘটনার পক্ষে অনুকূল বলে আশঙ্কা করছে নেট মহল।