মুছে ফেলা হয়েছে "হিন্দু" পেজ, Facebook ব্যানের দাবিতে সরব হিন্দুত্ববাদী নেটিজেনরা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/06/2021   শেষ আপডেট: 20/06/2021 3:34 p.m.

টুইটারে হ্যাশট্যাগ #BoycottFacebook ট্রেন্ডিং চলছে

ফের বিতর্কের জালে জড়িয়ে পড়ল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুক (Facebook India)। জানা গিয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করে সাম্প্রদায়িক বিভেদ তৈরির চেষ্টা করছে ফেসবুক। তাই ফেসবুক বয়কটের ডাক তুলে নেটিজেনরা মাইক্রোব্লগিং সাইট টুইটারে হ্যাশট্যাগ বয়কট ফেসবুক (#BoycottFacebook) বা ব্যান এফবিআই ইন ইন্ডিয়া (#Ban_Fb_In_India) ট্রেন্ডিং করছে। নেটিজেনদের একাংশ অভিযোগ জানিয়েছে যে ফেসবুকে সনাতন সংস্থা নামের একটি ফেসবুক পেজ ছিল। যেই পেজে মূলত হিন্দু ধর্মের প্রচার এবং ধর্মীয় বার্তা দেওয়া হত। হঠাৎ করেই অগ্রিম কোন সর্তকতা ছাড়াই ওই পেজটিকে ফেসবুক সরিয়ে দেয়। এমনকি বিজেপি বিধায়ক রাজা সিংয়ের ফেসবুক পেজের বর্তমান কোন অস্তিত্ব নেই। আর এর প্রতিবাদেই বেজায় চটেছেন হিন্দুত্ববাদী নেটিজেনরা।

নেটিজেনদের অভিযোগ, "জাকির নায়েকের মত রাষ্ট্রদ্রোহীদের পেজ বহাল তবিয়তে আছে। সেখানে জিহাদী পাঠ দেওয়া হলেও তা নিয়ে কোন উচ্চবাচ্য করেনা ফেসবুক। কিন্তু হিন্দুদের বারবার টার্গেট করা হয়।" আর এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবেই ভারত থেকে ফেইসবুক ব্যান করার জন্য টুইটারে হিন্দুত্ববাদী নেটিজেনরা গলায় সুর তুলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে কেন্দ্র সরকার ফেসবুক, টুইটার ইউটিউবসহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কে কেন্দ্রের নয়া তথ্যপ্রযুক্তি নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিল। ইতিমধ্যেই ফেসবুক সেই শর্ত মেনে নিয়েছে এবং নিয়ম সম্পূর্ণ বাস্তবায়ন না করার জন্য ভর্ৎসনার মুখে পড়েছে টুইটার।