ভারতে চালু হয়ে গেল প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/01/2021   শেষ আপডেট: 15/01/2021 5:53 a.m.
এয়ার ট্যাক্সি সার্ভিস, চন্ডিগড় ~ twitter@fl360aero

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বৃহস্পতিবার এই এয়ার ট্যাক্সি সার্ভিসের শুভ সূচনা করলেন

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বৃহস্পতিবার শুরু করে দিলেন ভারতের প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস। চন্ডিগড় থেকে হিসার পর্যন্ত এই ট্যাক্সি সার্ভিস চালানো হবে এবং কেন্দ্রীয় সরকারের উড়ান কর্মসূচির অন্তর্ভুক্ত হতে চলেছে এই ট্যাক্সি সার্ভিস। এয়ার ট্যাক্সি ইন্ডিয়া এই নতুন সার্ভিস চালু করবে। ডিসেম্বর ২০২০ সালে এই সার্ভিসটি DGCA এর লাইসেন্সপ্রাপ্ত হয়েছে। নিয়মমাফিক কমিউটার এয়ারলাইন এর ভিত্তিতে এই নতুন সার্ভিস কাজ করবে।

দ্বিতীয় পর্যায়ে আগামী ১৮ জানুয়ারি থেকে হিসার থেকে দেরাদুন পর্যন্ত এই সার্ভিস চালু করা হবে। তৃতীয় পর্যায়ে তে আরো দুটি রুট শুরু করা হবে। আগামী ২৩ জানুয়ারি থেকে তৃতীয় পর্যায় শুরু হবে এবং সেখানে আরো দুটি রুট যুক্ত করা হবে। একটি হলো চন্ডিগড় থেকে দেরাদুন এবং অপরটি হলো হিসার থেকে ধর্মশালা। এছাড়াও সিমলা, কুলু এবং হরিয়ানার আরও বেশকিছু রুট এই এয়ার ট্যাক্সি সার্ভিস এর মধ্যে আনার পরিকল্পনা গ্রহণ করেছে সে রাজ্যের সরকার। জানা যাচ্ছে এই এয়ার ট্যাক্সি সার্ভিসের জন্য ব্যবহৃত হবে ৪ সিটের Tecnam P2006T এয়ারক্রাফট। ইতালির কস্ট্রুজিওনি এরোনটিক টেকনাম এই বিশেষ এয়ারক্রাফট তৈরি করেছে।