আজ থেকে সারা ভারতে সোনার গহনায় হলমারকিং বাধ্যতামূলক, ঘোষণা কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/06/2021   শেষ আপডেট: 16/06/2021 10:30 p.m.
-

আপাতত ২৫৬ জেলায় এই নতুন নিয়ম লাগু হবে

ভারতের তৈরি গহনার ক্ষেত্রে সোনার গুণমান একেবারে সঠিক রাখার জন্য এবারে বদ্ধপরিকর হলো কেন্দ্রীয় সরকার। প্রতিটি সোনার গুণমান একেবারে সঠিক এবং তার সাথে সাথেই সারাদেশে সোনার এক দাম নির্ধারণ করার জন্য কেন্দ্রীয় সরকার আজ থেকে হলমার্ক সোনা বাধ্যতামূলক করে দিয়েছে সারা দেশের জন্য। এই হলমারকিং ব্যবস্থা চালু করার মাধ্যমে সাধারণ মানুষ একটি নির্দিষ্ট রেটে সোনা কিনতে এবং বিক্রি করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত সারাদেশে মাত্র ৪০% সোনার গহনা হলমার্ক সোনা দিয়ে তৈরি হয়েছে। এই নতুন নিয়ম জারি করার মাধ্যমে এবার থেকে গহনা ব্যবসায়ীরা ১৪,১৮,২২ ক্যারাটের সোনার গয়না বিক্রি করতে পারবেন। অপরপক্ষে, ২০,২৩,২৪ ক্যারেটের সোনার জিনিসও হলমারকিং করতে দেওয়া হবে।

মানুষ যাতে সঠিক সোনা সব সময় কিনতে পারেন সেই জন্য হলমারকিং সবথেকে প্রয়োজনীয় বিষয়। গত জানুয়ারি মাস থেকেই এই নিয়মটি চালু হবার কথা ছিল কিন্তু করোনাভাইরাস প্যানডেমিকের কারণে স্বর্ণ ব্যবসায়ীরা কিছুটা সময় চেয়ে ছিলেন। তবে যাদের বার্ষিক টার্নওভার ৪০ লক্ষ টাকা থেকে কম তাদের এখনই হলমারকিং সিস্টেম চালু করতে হবে না। এছাড়াও ঘড়ি, ফাউন্টেন পেন, জড়োয়া গহনা, পোলকি এবং কুন্দনের ক্ষেত্রে হলমারকিং না দিলেও হবে। এছাড়াও বিভিন্ন প্রদর্শনশালায় যে সমস্ত গহনা প্রদর্শন করা হয় সেগুলিও হলমারকিং না হলেও চলবে।