শুধু প্রয়োজনীয় সংখ্যক লোককেই দেওয়া হবে করোনা টীকাঃ কেন্দ্রীয় সরকার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/12/2020   শেষ আপডেট: 01/12/2020 9:50 p.m.

টীকা দিলেও মাস্ক ব্যবহারে শিথিলতা নয়

করোনা টীকার জন্য যখন গোটা পৃথিবীর সাথে সাথে ভারতের মানূষও প্রহর গুনছেন, ঠিক সেই সময়ে বিস্ফোরক তথ্য দিলেন দেশের কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।

আজ রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে একটি বৈঠকে তিনি "গোটা দেশে টীকা দিতে আনুমানিক কত সময় লাগবে" এই প্রশ্নের উত্তরে বলেন যে, কেন্দ্রীয় সরকারের তরফে কোনদিনই ঘোষণা করা হয়নি যে, দেশের প্রতিটি জনগণকে ভ্যাকসিন দেওয়া হবে। করোনা-র মত একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়ে বৈজ্ঞানিক পর্যালোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজেশ ভূষণ-এর কথায় সায় দিয়ে আইসিএমআর-এর ডিজি বলেন, ভারতের প্রথম সারির কোভিড-যোদ্ধা এবং প্রয়োজনীয় সংখ্যক লোককে ভ্যাকসিন দেওয়ার পর সংক্রমণের শৃঙ্খল ভেঙে গেলে বাকিদের আর টীকা দেওয়ার প্রয়োজন হবেনা। তবে সেই সঙ্গে তিনি এও মনে করিয়ে দেন যে, টীকা এসে গেলেও মাস্ক ব্যবহারে কোনো রকম শিথিলতা চলবে না।