চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, শীঘ্রই নিয়োগ হতে চলেছে ৫০০০ সহায়ক নার্স! আবেদন করুন আজই

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/09/2021   শেষ আপডেট: 17/09/2021 5:31 p.m.

জেনে নিন আবেদনের টুকিটাকি

সম্প্রতি উত্তরপ্রদেশ, ন্যাশনাল হেল্‌থ মিশনের তরফে জারি করা হয়েছে এক বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুসারে সে রাজ্যে খুব শীঘ্রই হতে চলেছে সহায়ক নার্সের পদে নিয়োগ। সে জন্য আবেদনপত্র গ্রহনের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। ইচ্ছুক এবং যোগ্য মহিলারা সহায়ক নার্সের পদের জন্য আবেদন করতে পারেন। একনজরে দেখে নিন আবেদনের টুকিটাকি।

কিভাবে করবেন আবেদন?

এজন্য আপনাকে এনএইচএম ইউপি-র অফিশিয়াল ওয়েবসাইট upnhrm.gov.in এ যেতে হবে। সেখানের updates অপশনের Invite online application for ANM vacancies. (September 15, 2021) লিঙ্কটিতে ক্লিক করতে হবে। সেখানে প্রাপ্ত আবেদনপত্রটি প্রয়োজনীয় তথ্য সহ পূরণ করে অনলাইনেই জমা দিতে হবে। ভবিষ্যতের সুবিধার্থে ফর্মটিকে প্রিন্ট বা পিডিএফ ফাইল বানিয়ে ফোনে সেভ করে রাখতে পারেন আবেদনকারীরা।

আবেদনের তারিখ –

১৫ই সেপ্টেম্বর ২০২১ থেকে শুরু করে ৩০শে সেপ্টেম্বর ২০২১-এর রাত ১১ টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া।

মোট শূন্যপদের সংখ্যা –

বিজ্ঞাপন অনুযায়ী প্রাথমিকভাবে মোট শূন্যপদের সংখ্যা ৫০০০ টি। উল্লিখিত পদগুলিতে চুক্তি ভিত্তিক নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা –

আবেদনকারীদের ভারত সরকার অথবা নার্সিং কাউন্সিল স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে অক্সিলারি নার্সিং বা মিডওয়াইফে দু’বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের আবেদন করার সময় উত্তরপ্রদেশের স্টেট নার্সিং কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।

বয়সসীমা –

১২ই সেপ্টেম্বর ২০২১ অনুযায়ী আবেদনকারীদের বয়স থাকতে হবে নুন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তবে ওবিসি/এসসি/এসটি প্রার্থীরা তাঁদের সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন। সেক্ষেত্রে ওবিসি প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সের উপর ৩ বছর এবং এসসি/এসটি প্রার্থীদের জন্য ৫ বছর ছাড় দেওয়া হবে।

আবেদন ফি –

ফর্ম ভরার জন্য আবেদনকারীদের কোনও ফি দিতে হবে না।

নির্বাচন পদ্ধতি –

UP, NHM-এর নিয়মানুযায়ী প্রার্থীদের বাছাই করা হবে। সে ক্ষেত্রে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা দেখা হবে। প্রতি পদের জন্য প্রাথমিকভাবে তিনজন করে প্রার্থীকে ডাকা হবে।

বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও তথ্য বিশদে জানার জন্য প্রার্থীরা upnhrm.gov.in এই ওয়েবসাইটে গিয়ে খোঁজখবর নিতে পারেন।

একনজরে দেখে নিয়োগ সংক্রান্ত তথ্য –

  • সংস্থা - ন্যাশনাল হেলথ মিশন
  • পদের নাম - সহায়ক নার্স ও মিডওয়াইফ
  • শুন্যপদের সংখ্যা - ৫০০০
  • রাজ্য - উত্তর প্রদেশ
  • কাজের প্রকার - চুক্তিভিত্তিক কাজ
  • নির্বাচন পদ্ধতি - শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা
  • আবেদনের সময় - ১৫.০৯.২০২১ থেকে ৩০.০৯.২০২১
  • আবেদন পদ্ধতি - অনলাইন