করোনার দ্বিতীয় ঢেউতে ধরাশায়ী ভারত, পাশে দাঁড়ানোর আশ্বাস Google ও Microsoft এর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/04/2021   শেষ আপডেট: 26/04/2021 3:30 p.m.
মাইক্রোসফট গুগোল twitter.com/Google, /Microsoft

১৩৫ কোটি টাকা ভারতকে অনুদান দেবে গুগল

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতবর্ষের মাটিতে। প্রতিদিন দৈনিক সংক্রমণ গ্রাফ রকেট গতিতে ঊর্ধ্বমুখী হচ্ছে। গত ২৪ ঘন্টায় সমস্ত রেকর্ড ছাপিয়ে দিয়ে সাড়ে ৩ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এমন ভয়াবহ পরিস্থিতিতে পাওয়া যাচ্ছে না হাসপাতালের বেড ও কোভিড রোগীদের জন্য অক্সিজেন। ভারতের এমন শোচনীয় অবস্থার মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিল গুগল ও মাইক্রোসফট। গুগলের সিইও সুন্দর পিচাই ভারতকে অতিমারির বিরুদ্ধে লড়াই করার জন্য ১৩৫ কোটি টাকা অনুদান দেবে বলে ঘোষণা করেছেন। তিনি টুইট করে বলেছেন, "ভারতে ক্রমাগত বেড়ে চলা কোভিড সংকট দেখে আমি বিধ্বস্ত।"

অন্যদিকে মাইক্রোসফট কোম্পানির সিইও সত্য নাদেলা টুইট করে বলেছেন, "ভারতের কোভিড পরিস্থিতি খুবই হৃদয়বিদারক। ভারতকে সাহায্যের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সরকার যে হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এই বিপর্যয়ের সময় ভারতকে সবরকমভাবে সাহায্য করবে মাইক্রোসফট। ভারতের জন্য যেসমস্ত অক্সিজেন কন্সেন্ট্রেশন যন্ত্র কিনতে হবে তার সহযোগিতা করবে মাইক্রোসফট।"