ভারত পাক সীমান্তে ফের সুড়ঙ্গের খোঁজ— পাক জঙ্গিদের তৈরি?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/01/2021   শেষ আপডেট: 14/01/2021 4:19 a.m.
twitter.com/bsf jammu

পাক যোগ থাকার একাধিক প্রমাণ উদ্ধার সুড়ঙ্গ থেকে

ভারত পাক আন্তর্জাতিক সীমান্তে ফের সুড়ঙ্গ আবিষ্কার করলেন বিএসএফ আধিকারিকরা। বুধবার জম্মুর কাঠুয়া জেলার হিরানগর সেক্টরে বব্বিয়াঁ গ্রামে এই সুড়ঙ্গের সন্ধান মিলেছে। এই প্রসঙ্গে বিএসএফ-এর জম্মু সীমান্ত ইনস্পেক্টর জেনারেল এন এস জামওয়াল জানান, “১৫০-১৬০ মিটার দীর্ঘ এবং ২-৩ ফুট চওড়া একটি সুড়ঙ্গ খুঁজে পাওয়া গেছে। মাটি থেকে ২৫-৩০ ফুট নিচে খোঁড়া এই সুড়ঙ্গ শক্করগড় অঞ্চলে পাকিস্তান রেঞ্জার্স বাহিনীর চক সম্মান পোস্ট থেকে শুরু হয়ে জম্মুর হিরানগরের বব্বিয়াঁ গ্রামের কাছে এসে শেষ হয়েছে। সুড়ঙ্গের মধ্যে পাকিস্থানে ছাপা খান দশেক বালির বস্তা উদ্ধার হয়েছে। একইসাথে পাকিস্থানি জলের বোতল এবং ব্যাটারি খুঁজে পাওয়া গেছে। যদিও প্রাথমিক তদন্ত থেকে সুড়ঙ্গটি অনেক পুরোনো বলেই মনে হচ্ছে। আমরা সুড়ঙ্গের ছবি ও অন্যান্য প্রমাণ-সহ পাকিস্তান রেঞ্জার্সের কাছে অভিযোগ জানাবো বিএসএফের পক্ষ থেকে।”

অতিসম্প্রতি এমন সুড়ঙ্গ খুঁজে পাওয়ার ঘটনা আবার ঘটলো সীমান্তে। তবে বুধবার খুঁজে পাওয়া এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে আদৌ কেউ অনুপ্রবেশ করেছে কিনা সেই বিষয়ে এখনও নিশ্চিত নয় বিএসএফ।