কৃষক আন্দোলন: ২৬ জানুয়ারি ট্র্যাক্টর মিছিল হচ্ছেই

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/01/2021   শেষ আপডেট: 23/01/2021 5:38 a.m.
-

সবটা যে শান্তিপূর্ণ হবে সেই বিষয়ে নিশ্চিত করেছেন কৃষক নেতারা

২৮ নভেম্বর তিনটি কৃষিবিল প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমান্তে আন্দোলন শুরু করেছিলেন চাষীরা। আজ প্রায় দুমাসের মাথায় এসে সরকারের তরফে আগামী দেড় লাগু হবে না কৃষিবিল। কিন্তু তাতে কি খুব লাভ হলো? কৃষক আন্দোলনের কর্মসূচিতে আগের ঘোষণা করা ট্র্যাক্টর মিছিল হচ্ছেই প্রজাতন্ত্র দিবসের দিন। দিল্লির আউটার রিং রোডে এই মিছিল আয়োজিত হবে।

এইদিন আন্দোলনকারী কৃষকদের পক্ষে বলবীর সিং রাজেওয়াল জানান, “ট্র্যাক্টর মিছিল আগের ঘোষণা অনুযায়ী আগামী ২৬ জানুয়ারিই হচ্ছে। এই পরিকল্পনা যে সম্পূর্ণই শান্তিপূর্ণ হবে সেটা নিশ্চিত করা হয়েছে।” অন্যদিকে সরকারের পক্ষে আবারও আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে যে কোনো আপত্তি নেই সেটা জানানো হয়েছে। কিন্তু তারা যেন কিছু বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনায় বসেন সেই কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই শুরু থেকেই চাষীরা ‘বিল সম্পূর্ণ প্রত্যাহার’-এই দাবিতেই অনড় রয়েছে।