সিঙ্ঘু সীমান্তে কৃষকদের মাঝে কে এই মুখোশধারী ব্যক্তি?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/01/2021   শেষ আপডেট: 23/01/2021 1:03 p.m.
~ Twitter

কৃষক নেতাদের খুন করে ছাব্বিশের ট্রাক্টর মিছিল বানচালের প্ল্যান !

পঞ্চাশ দিন কবেই পেরিয়ে গেছে। কৃষি আইন প্রত্যাহারের দাবি মেনে না নিলেও দেড় বছরের জন্য স্থগিত রাখা হয়েছে আইন। কিন্তু এখনো একটুকুও শিথিল হয়নি কৃষক আন্দোলন। প্রজাতন্ত্র দিবসে ট্র্যাক্টর মিছিলের লক্ষ্যেও অনড় তারা। আর এরই মাঝে গতরাতে সিঙ্ঘু সীমান্ত থেকে কালো পোশাকে আদ্যপ্রান্ত আবৃত সাদা মুখোশধারী এক সন্দেহভাজন ব্যক্তিকে হাতেনাতে পাকড়াও করল কৃষকরা। জেরা করায় চাপে পড়ে নিজের অসৎ উদ্দেশ্য নিজে মুখেই বলে ফেলেন ওই ব্যক্তি।

কে ওই ব্যক্তি? ধরা পড়ে নিজেই স্বীকারোক্তি দেন, আগামী ২৬ শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিল পন্ড করতে দুটি দলকে নিয়োগ করা হয়েছে আর একইসাথে চার কৃষক নেতাকে খুনের ছক কষা হয়েছে। আর এমন বক্তব্য প্রকাশ্যে আসতেই সাংবাদিক বৈঠক ডেকে ওই মুখোশধারী ব্যক্তিকে সামনে আনেন কৃষকরা। কৃষকরা এও বলেন ছাব্বিশ তারিখ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পুলাশের সাহায্য নিয়ে গুলি করে কৃষকদের মারার পরিকল্পনা করেছেন এরা। আর ওই মুখোশ পরা ব্যক্তি বলেন ১৯ শে জানুয়ারি থেকেই দুটো দলে বিভক্ত হয়ে তারা এখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন। প্রজাতন্ত্র দিবসে চাষীদের ভিড়ের মাঝে মিশে গিয়ে তাদের অস্ত্র খুঁজে বের করা আর তাদের হত্যা করাই তাদের কাজ ছিল। ওই ব্যক্তি আপাতত পুলিশের হেফাজতে এবং বাকিদেরও তল্লাশি চলছে।