দুঃস্থদের এক টাকায় পেট ভর্তি খাবার দেবেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/12/2020   শেষ আপডেট: 25/12/2020 6:16 a.m.
twitter @GautamGambhir

কোনো সরকারি সাহায্য ছাড়াই সাংসদ গম্ভীর এমন উদ্যোগ নিলেন

২০০৭ হোক কিংবা ২০১১ ভারতের বিশ্বকাপ জয়ের সময় চওড়া কাঁধে সামনে দাঁড়িয়ে বাড়তি দায়িত্ব নিয়ে লড়াই করেছিলেন গৌতম গম্ভীর। ক্রিকেট ছেড়ে এখন রাজনীতি আর সমাজসেবায় নিজেকে নিয়োজিত করেছেন গম্ভীর। বর্তমানে পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গৌতম এলাকার দুঃস্থ অসহায়দের জন্য চালু করলেন এক টাকার ক্যান্টিন। বৃহস্পতিবার দিল্লির গান্ধীনগরে ‘এক আশা ‌জন রসোই’ নামে এই ক্যান্টিন উদ্বোধন করেন গম্ভীর। এখানে একটাকার বিনিময়ে পেট ভর্তি ভাত, ডাল, তরকারি পাওয়া যাবে।

তবে এটিই একমাত্র নয়। আগামী ২৬ জানুয়ারি আশকনগরেও এই একই ক্যান্টিন খুলবেন সমাজসেবী গৌতম গম্ভীর। এরপর নিজের লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা প্রতিটি বিধানসভায় একটি করে ‘জন রসোই’ ক্যান্টিন চালু করবেন তিনি। আর এই পুরো উদ্যোগে কোনো সরকারি সহযোগিতা নেননি গম্ভীর।