অর্থনীতির হাল বেহাল, এদিকে তৈরি হতে চলেছে নতুন সংসদ ভবন

শ্রীরূপা বন্দ্যোপাধ্যায়
প্রকাশিত: 23/09/2020   শেষ আপডেট: 23/09/2020 5:15 a.m.
By A.Savin (Wikimedia Commons · WikiPhotoSpace) - Own work, FAL, https://commons.wikimedia.org/w/index.php?curid=49129197

প্রায় ৯৭০ কোটি টাকাতে তৈরি হতে চলেছে নতুন সংসদ ভবন

নতুন সংসদ ভবন গড়ার বরাত পেল টাটা কোম্পানি৷ খরচ হবে ৯৭০ কোটি টাকা৷ সরকারের আশা, ২০২২–এ সম্পূর্ণ হবে নতুন ভবন তৈরির কাজ৷ হয়ত ওই ভবনের প্রাঙ্গণেই অনুষ্ঠিত হবে স্বাধীনতার ৭৫ বর্ষ উদযাপনের অনুষ্ঠান৷

আনন্দের কথা সন্দেহ নেই৷ কিন্তু প্রশ্ন উঠেছে, দেশের অর্থনীতির যখন বেহাল দশা, করোনা অতিমারির থাবায় অসংখ্য মানুষ রুজি–রোজগার হারিয়ে ফেলছেন, ব্যাপক ছাঁটাই চলছে বেসরকারি, এমনকি সরকারি ক্ষেত্রগুলিতেও, পয়সার অভাবে চিকিৎসা জুটছে না মানুষের, ঠিক তখনই কি জরুরি ছিল নতুন সংসদ ভবন তৈরিতে এই বিপুল ব্যয়ের‌?

বর্তমান সংসদ ভবনটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে ১৯২৭ সালে৷ সেই থেকে ইতিহাসের অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এটি৷ বয়সের ভারে এটি জীর্ণ হয়েছে, মেরামতি দরকার৷ হয়ত নতুন ভবন তৈরি করারও প্রয়োজন আছে৷ কিন্তু করোনা রোগীর সংখ্যায় ভারত আজ বিশ্বে দ্বিতীয় বৃহত্তম৷ ইতিমধ্যে মারা গেছেন ৮০ হাজারেরও বেশি মানুষ৷ করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরকারি হাসপাতাল সংখ্যায় অপ্রতুল৷ বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে নাভিশ্বাস উঠছে মানুষের৷ এই অবস্থায় এই বিপুল টাকায় ভবন না গড়ে করোনা–হাসপাতাল তৈরি ও চিকিৎসা সরঞ্জাম কিনলেই কি সরকার উপযুক্ত দায়িত্বশীলতা ও নাগরিকদের প্রতি সহমর্মিতার পরিচয় দিত না? প্রশ্ন দেশের মানুষের৷