করোনায় নাজেহাল রাজধানী, বাধ্য হয়ে লকডাউন ঘোষণা কেজরিওয়ালের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/04/2021   শেষ আপডেট: 19/04/2021 2:31 p.m.
অরবিন্দ কেজরিওয়াল twitter.com/ArvindKejriwal

আজ অর্থাৎ সোমবার রাত ১০ টা থেকে ২৬ এপ্রিল সকাল ৬ টা অব্দি দিল্লিতে লকডাউন থাকবে

চলতি বছরের শুরুতে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসলেও এপ্রিল মাসের শুরু থেকে লাগামছাড়া হয়ে উঠেছে সংক্রমণ। করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউতে মুখ থুবড়ে পড়েছে ভারত। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে গত ২৪ ঘন্টায় দেশজুড়ে দৈনিক সংক্রমণ হয়েছে ২ লাখ ৭৩ হাজার জনের। শোচনীয় অবস্থা দিল্লিতে। করোনা আক্রান্তের সাথে সাথে লাফিয়ে বাড়ছে মৃত্যুহার। গোটা দেশে হাসপাতালের বেডের অভাব ও অক্সিজেনের অভাব দেখা গিয়েছে। হঠাৎ করে দেশজুড়ে করোনা অ্যাক্টিভ কেস এক ধাক্কায় বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণ করতে রীতিমত হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। এরইমধ্যে আজ অর্থাৎ সোমবার এহেন সংকট পরিস্থিতি মোকাবিলা করার জন্য দিল্লিতে লকডাউন এর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, "আজ অর্থাৎ সোমবার রাত ১০ টা থেকে ২৬ এপ্রিল সকাল ৬ টা অব্দি দিল্লিতে লকডাউন থাকবে। এই সময় শুধুমাত্র জরুরী পরিষেবা যেমন চিকিৎসা ও খাদ্য সরবরাহের মতো বিষয় ছাড় দেওয়া হবে। এছাড়া এইসময় বিয়েবাড়ি অনুষ্ঠান থাকলে সর্বোচ্চ ৫০ জন উপস্থিত থাকতে পারবেন। তবে তার জন্য আগে থাকতে নিতে হবে পাস।" প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৪ দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫০০ জন।