দিল্লি সহ দেশের নানা জায়গায় নাশকতার ছক বানচাল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/09/2020   শেষ আপডেট: 19/09/2020 3:32 p.m.

পশ্চিমবঙ্গ ও কেরল থেকে ধৃত নয় আল কায়দা জঙ্গি

দেশে আল কায়দা মডিউলে হতে চলা বড়ো হামলার চক বানচাল হলো এনআইএ- র হাতে। মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার নানান জায়গায় তল্লাশি চালিয়ে ৬ জন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করল এনআইএ। একই সাথে কেরল থেকে আটক আরও ৩ জঙ্গি।

দুই জায়গায় গ্রেফতার হওয়া জঙ্গিদের থেকে তল্লাশি করে নানান দেশী অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। সাথে পাওয়া গেছে আল কায়দার লিফলেট সহ নানা জেহাদি বক্তৃতার কাগজ।

এনআইএ- র কাছে খবর ছিল দেশে বড়সর হামলার পরিকল্পনা করছে আল কায়দা। সেই খবরকে ভিত্তি করেই গত ১১ সেপ্টেম্বর একটা মামলা ঋজু করে তদন্ত শুরু করে এই কেন্দ্রীয় সংস্থা। সেই তদন্তের সূত্র ধরেই শনিবার ভোর রাতে পশ্চিমবঙ্গ ও কেরলে তল্লাশি চালায় তারা।

গ্রেফতার হওয়া জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে হামলার পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত হয়েছে এনআইএ। মূলত দিল্লি এবং সাথে দেশের নানা রাজ্যে একসাথে হামলার পরিকল্পনা করছিল তারা। তাদের থেকে আরও জানা যাচ্ছে তাদের এই কাজে উদ্বুদ্ধ করেছিল পাকিস্থানে বসে থাকা কিছু আল কায়দা জঙ্গি। আর এই দুই দেশের জঙ্গিদের মধ্যে যোগাযোগ হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে।