সামনের বছরের জুন - জুলাইয়ে কি করোনার প্রতিষেধক পেতে চলেছে আসাম?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/10/2020   শেষ আপডেট: 14/10/2020 8:25 p.m.

কেন্দ্র থেকে আসাম এ বিষয়ে তৈরি থাকতে বলা হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছিলেন সামনের বছর জুলাই মাসের মধ্যে ২০-২৫ কোটি ভারতীয় ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চালু হবে। তার জন্য প্রয়োজন ৪০-৫০ কোটি ভ্যাক্সিন। কিন্তু এই ভ্যাকসিনের প্রথম ভাগীদার হবে কোন রাজ্য সেটা নিয়ে চলছিল জল্পনা। এর মধ্যেই অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান যে আগামী বছরের জানুয়ারি থেকে জুলাই মাষের মধ্যে ভ্যাক্সিন নেওয়ার জন্য কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে।

কোভিড মোকাবিলায় যারা সামনের সারিতে ছিলেন এবং ৬০ বছর বয়সের উধ্বে থাকা ব্যাক্তিদের প্রথম করোনার ভ্যাকসিন দেওয়া হবে বলে কেন্দ্র জানিয়েছে আসামকে। রবিবার হর্ষবর্ধন জানান যে ভারতের মত এমন বিপুল জনসংখ্যার দেশে কোনো একটি নির্দিষ্ট ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থার ওপর নির্ভর করা হচ্ছেনা। তাই প্রতিষেধকের জন্য বিভিন্ন পথ খোলা রাখা হচ্ছে। সারা পৃথিবী জুড়ে ৩৮ টি করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এবং ৯৩ টি টিকার প্রাক ক্লিনিক্যাল ট্রায়াল চলছে।