স্বস্তিতে কোভিড গ্রাফ, কমছে মৃত্যু, বাড়ছে সুস্থতার সংখ্যা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/11/2021   শেষ আপডেট: 14/11/2021 2:07 p.m.
করোনা ভাইরাস unsplash @cdc

গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ২৭১ জন করোনাক্রান্ত হয়েছেন

গত কয়েকমাস ধরে কখনও বাড়ছে সংক্রমণ (Covid) আবার কখনও স্বস্তি দিয়ে আশার আলো জোগাচ্ছে পরিসংখ্যান। তবে গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে কিছুটা স্বস্তি মিলেছে দেশে। রবিবারের প্রকাশিত বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে মৃত্যুর সংখ্যা কমেছে অনেকটাই। 

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ২৭১ জন করোনাক্রান্ত হয়েছেন। যা গত কয়েকদিনের থেকে অনেকটাই কম। কাজেই, দেশের মোট করোনাক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৪৪ লক্ষ ৩৭ হাজার ৩০৭। গত ২৪ ঘন্টায় করোনার বলি ২৮৫ জন। দেশে এখনও পর্যন্ত করোনা কোপে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৬৩ হাজার ৫৩০ জন।

তবে রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১ লক্ষ ৩৫ হাজার ৯১৮ জন। এবং গত ২৪ ঘন্টায় করোনামুক্ত হয়েছেন ১১ হাজার ৩৭৬ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৮ লক্ষ ২৭ হাজার ৮৫৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।