গতকালের থেকে কিছুটা নিম্নমুখী কোভিড গ্রাফ, নতুন করে আক্রান্ত ৩.৩৩ লাখ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/01/2022   শেষ আপডেট: 23/01/2022 12:39 p.m.
অমিক্রন www.pixabay.com

এখনও পর্যন্ত ৭৯লাখেরও বেশি মানুষকে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে, কিন্তু পজিটিভিটি রেট নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে

গতকাল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা নিম্নমুখী হয়েছে। তবে আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও পজিটিভিটি রেট (Positivity Rate), অ্যাকটিভ কেসের (Active Case) পরিসংখ্যান বেশ উদ্বেগজনক। সেই সঙ্গে চিন্তার কারণ দৈনিক মৃত্যুর পরিসংখ্যান। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৩ হাজার ৫৩ জন। গতকালের চেয়ে সংক্রমিতের সংখ্যা কমেছে চার হাজারের বেশি। একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫২৫ জনের। এরই পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১৬৮ জন।

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২১ লক্ষ ৮৭ হাজার ২০৫ জন, যা বিশেষজ্ঞদের কপালে ভাঁজ ফেলার মতো। দেশে করোনার দৈনিক সংক্রমণের হার ১৭.৭৮ শতাংশ এবং সুস্থতার হার ৯৩.১৮ শতাংশ। রাজ্য গুলির মধ্যে মহারাষ্ট্র (Maharashtra) ও কেরালার (Kerala) পরিসংখ্যান খুব উদ্বেগজনক। মহারাষ্ট্রের পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৪৬,৩৯৩ এবং কেরালায় সংখ্যাটা ৪৫,১৩৬। তামিলনাড়ুতে (Tamilnadu) ও আক্রান্তের সংখ্যা ৩০,০০০ অতিক্রম করেছে। অপরদিকে উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে মণিপুর (Manipur) এর পরিসংখ্যান ও বেশ উদ্বেগজনক; পজিটিভিটি রেট ২০ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে (West Bengal) করোনা আক্রান্ত হয়েছেন ৯,১৯১ জন এবং মৃত্যু হয়েছে ৩৭ জনের। কলকাতাতে (Kolkata) করোনা আক্রান্ত হয়েছেন ১,৪৮৯ জন ও মৃত্যু হয়েছে ৭ জনের। তবে আশার আলো এটুকুই যে, কোভিড মুক্ত হয়েছেন ২০,৩১৩ জন। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে পজিটিভিটি রেট ১১.১৩ শতাংশ।