Corona Virus: দেশে দৈনিক সংক্রমণ আড়াই লক্ষের দোরগোড়ায়, পরিস্থিতি অতি উদ্বেগজনক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/01/2022   শেষ আপডেট: 13/01/2022 9:50 a.m.

লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ, আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদী

দেশে করোনা (Covid-19) পরিস্থিতি ভয়াবহ। দৈনিক সংক্রমণ আড়াই লক্ষের দোরগোড়ায়। বাড়ছে আশঙ্কা। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭ জন। গতকালের তুলনায় দৈনিক সংক্রমণের ব্যবধান প্রায় ৫০ হাজার। দেশে করোনা অতিমারী কালে এই প্রথম দৈনিক সংক্রমণ এতটা ছাড়াল। যদিও ত্রিপুরার দৈনিক আক্রান্তের সংখ্যা যুক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা এতটা বাড়ল বলে সূত্রের খবর।

উল্লেখ্য, গতকাল দেশে দৈনিক সংক্রমণ ২ লক্ষের কাছাকাছি ছিল। কিন্তু রাতারাতি সেই সংখ্যা আড়াই লক্ষের দোরগোড়ায়। ২০২১ সালের ২৭ এপ্রিলে দু দিনের দৈনিক সংক্রমণের ব্যবধান ছিল ৪৩ হাজার ১৯৬। আর আজ দু দিনের দৈনিক সংক্রমণের ব্যবধান ৫০ হাজার ছাড়িয়ে গেল বলে খবর। গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৪ হাজার ৮২৫ জন।

গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ৩৮০। এমন পরিস্থিতিতে আজকেই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এদিকে দিল্লি সরকার বুধবার জানিয়েছে, সমস্ত টিকাকরণ কেন্দ্রগুলি থেকে ১৫ থেকে ১৮ বছরের পড়ুয়াদেরও কোভিড টিকা দেওয়া হবে।