হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ঘিরে ফের অশান্ত রাজধানী, দুই গোষ্ঠীর আহত কমপক্ষে ৯

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/04/2022   শেষ আপডেট: 17/04/2022 11:11 a.m.

উদ্বেগ প্রকাশ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের, সকলকে শান্তি বজায় রাখার অনুরোধ

হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) শোভাযাত্রা ঘিরে অশান্ত উত্তর-পূর্ব দিল্লি (Delhi)। দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি গাড়ি, দোকান পোড়ানোর অভিযোগ উঠেছে। এমনকী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলেও সূত্রের খবর।

ঠিক কী হয়েছিল এদিন? গতকাল সন্ধ্যে ৬ টা নাগাদ উত্তর-পূর্ব দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকার একটি মসজিদের সামনে দিয়ে হনুমান জয়ন্তী উপলক্ষে একটি শোভাযাত্রা যাচ্ছিল। আচমকাই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক গোষ্ঠীর দাবি, শোভাযাত্রা চলাকালীন আচমকাই তাদের উপর ইট, পাথর ছুঁড়তে থাকে একদল দুষ্কৃতী। যদিও পাল্টা অন্য গোষ্ঠী দাবি করেছে, শোভাযাত্রা থেকেই মসজিদের উপর হামলা চালানো হয়েছে। স্থানীয় দোকানপাট ভাঙচুর, গাড়ি জ্বালানো, এমনকী মসজিদ ভাঙচুরের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামাতে হয় বিশাল পুলিশ বাহিনী।

পুলিশ সূত্রে খবর, ঘটনায় দু'পক্ষের অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের স্থানীয় জগজীবন রাম মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরেই দায়ের হয় একটি এফআইআর। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ঘটনায় একজন পুলিশ কর্মীর গুলি লাগে বলেও খবর। যদিও বর্তমানে তিনি সুস্থ আছেন। চারদিকে থমথমে পরিবেশ। দিল্লি পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে।

গোটা ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সকলকে শান্তি বজায় রাখার আবেদন করেছেন তিনি। গতকাল রাত থেকেই দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকায় বাড়ানো হয়েছে গভীর নিরাপত্তা। এমনকী রবিবার সকালেও বিভিন্ন এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। দিল্লি পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে মূল দুষ্কৃতীদের ধরার চেষ্টা করছে। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) গতকাল রাতেই গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন। শান্তি-শৃঙ্খলা যাতে ফের বিঘ্নিত না হয়, সেদিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।