কড়া পদক্ষেপ নিলে তৃতীয় ঢেউ আর আসবে না, ৪৮ ঘন্টার মধ্যে আমূল মত পরিবর্তন কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/05/2021   শেষ আপডেট: 08/05/2021 7:11 p.m.
করোনা ভাইরাস unsplash @cdc

দ্বিতীয় ঢেউতে প্রতিদিন প্রায় ৪ লাখের কাছাকাছি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন

করোনার (Corona virus) দ্বিতীয় ঢেউতে নাজেহাল গোটা ভারতবাসী। এর মাঝেই কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য কে বিজয়রাঘবন দাবি করেছিলেন যে খুব শীঘ্রই ভারতের বুকে আছড়ে পড়তে চলেছে তৃতীয় ঢেউ এবং তা হবে অপ্রতিরোধ্য। কিন্তু তার বক্তব্যের ৪৮ ঘন্টার মধ্যেই তৃতীয় ঢেউ সম্বন্ধে সম্পূর্ণ মত বদল করে কেন্দ্র সরকার (Central Government) জানিয়েছে যে কড়া পদক্ষেপ গ্রহণ করলে করোনার তৃতীয় ঢেউ আটকানো সম্ভব। ৪৮ ঘন্টার মধ্যে কে বিজয়রাঘবন নিজেই ১৮০ ডিগ্রি ঘুরে বলেন, "যদি আমরা কড়া পদক্ষেপ গ্রহণ করি তাহলে সব জায়গাতে, বলা ভালো কোথাও করোনার তৃতীয় ঢেউ আসবেই না। স্থানীয় স্তর থেকে শুরু করে রাজ্য, জেলা এবং শহরের ক্ষেত্রে নির্দেশিকা কতটা গুরুত্ব সহকারে মানা হচ্ছে তার ওপর নির্ভর করবে ভারতের ভবিষ্যৎ।"

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউতে দৈনিক সংক্রমণ পাল্লা দিয়ে বাড়ছে। প্রতিদিন প্রায় ৪ লাখের কাছাকাছি মানুষ এই করণায় আক্রান্ত হচ্ছেন। এরমধ্যে ২ দিন আগে কেন্দ্রের আশঙ্কাবাণী শুনে উদ্বিগ্নে পড়েছিল গোটা দেশ। এমনকি বিজয়রাঘবন ৪৮ ঘন্টা যেতে না যেতেই তার মত পরিবর্তন করেছে। এই নিয়ে প্রশ্ন উঠেছে বিস্তর। এই বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছে, "হয়তো দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউ মোকাবিলা করার জন্য কেন্দ্র সরকারের কোনো প্রস্তুতি নেই। তাই তৃতীয় ঢেউ নিয়ে যাতে কেন্দ্র সরকারকে কোন সমালোচনার মুখে না পড়তে হয় তাই ৪৮ ঘন্টার মধ্যে মত পরিবর্তন করা হয়েছে।"