দিল্লির সরকারি প্রকল্পে কেন্দ্রের হস্তক্ষেপ! শুরুর আগেই বন্ধ করে দেওয়া হল 'দুয়ারে রেশন' কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/06/2021   শেষ আপডেট: 06/06/2021 8:37 a.m.
অরবিন্দ কেজরিওয়াল twitter.com/ArvindKejriwal

কেন্দ্রীয় সরকারের এহেন আচরণে বেজায় ক্ষুব্ধ কেজরিওয়াল

অনেকটা বাংলার ধাঁচেই দিল্লিতে দুয়ারে রেশন প্রকল্প চালু করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী সপ্তাহে থেকেই শুরু হবার কথা ছিল এই কর্মসূচি, আম আদমি পার্টির তরফ থেকে জানানো হয়েছিল এমনটাই। তবে তা শুরুর আগেই বাধা পেল কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে। সরাসরি এই প্রকল্পকে বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। তাদের স্পষ্ট অভিযোগ, এই প্রকল্প শুরু করার আগে কেন্দ্রের থেকে কোনো প্রকার অনুমতি নেয়নি কেজরিওয়াল সরকার।

বাংলার 'দুয়ারে রেশন'-এর মতোই কেজরিওয়ালের এই প্রকল্পের নাম ছিল 'মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনা' । এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৭২ লক্ষ দিল্লিবাসীকে প্রতি মাসে ভর্তুকিসহ তাদের দুয়ারে পাঁচ কেজি রেশন, অর্থাৎ মূলত: চাল ও আটা পৌঁছে দেবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল দিল্লি সরকার। প্রকল্পের নাম নিয়ে এর আগেও কেন্দ্রীয় সরকারের সাথে মতবিরোধ দেখা দিয়েছিল আপ সরকারের। যার জেরে সরকারি প্রকল্পের তালিকা থেকে এই নামটি তুলে নেওয়ারও নির্দেশ দেন অরবিন্দ কেজরিওয়াল। তার পরেও থামেনি কেন্দ্রের ভ্রূকুটি। এবার প্রকল্পটিকেই সম্পূর্ণরূপে তুলে দিতে বাধ্য করায় যারপরনাই ক্ষুব্ধ দিল্লির মুখ্যমন্ত্রী। আক্ষেপ প্রকাশ করে তিনি জানান, যে শিশুরা করোনায় তাদের মা - বাবা - অভিভাবকদের হারিয়েছে, তারা অসহায় নয়। তাদের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রতিশ্রুতি দেন তিঁনি। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাতেও আর কিছুদিনের মধ্যেই শুরু হবার কথা এই প্রকল্প। এর ওপরেও কেন্দ্রের কোপ পড়বে কিনা, গুঞ্জন রাজনৈতিক মহলে।