আলাপন বিতর্কে সাবধানী কেন্দ্র! আমলা অবসরের পর পুনর্নিয়োগে নতুন নিয়ম কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/06/2021   শেষ আপডেট: 04/06/2021 3:14 p.m.
আলাপন বন্দ্যোপাধ্যায় facebook.com/calcuttadebating.circle

গতকাল রাতে প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় শোকজের জবাব দিয়েছেন

বেশ কিছুদিন ধরেই বঙ্গ তথা জাতীয় রাজনীতিতে খবরের শিরোনামে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadyay)। চলতি সপ্তাহের প্রথমের দিকে বিপর্যয় মোকাবিলা আইনে কেন্দ্র আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ নোটিশ পাঠায়। ঘূর্ণিঝড় যশের পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যসচিব কেন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন সেই সম্বন্ধে প্রশ্ন তোলা হয়। এমনকি তাঁকে ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইনের ৫১ (বি) ধারা লংঘন করার কারণ জানতে চাওয়া হয়। কেন্দ্রের শোকজের উত্তরে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে আলাপন বন্দ্যোপাধ্যায় জবাব পাঠিয়েছেন। সূত্র মারফত জানা গিয়েছে কেন্দ্রকে পাঠানো জবাবে আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অধীনে কাজ করতেন। তাই তাঁকে মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করতে হয়েছে।

অন্যদিকে, আলাপন ইস্যুতে রাজ্য-কেন্দ্র সংঘাতের মাঝে আমলাদের অবসরের পর নতুন চাকরি নেওয়ার ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করে দিল কেন্দ্র সরকার। জানা গিয়েছে, এবার থেকে আমলারা অবসরের পর চুক্তিভিত্তিক অথবা অন্য কোনো রকম কাজে যোগ দেওয়ার আগে কেন্দ্রীয় ভিজিল্যান্সের ছাড়পত্র বাধ্যতামূলক। আসলে এতদিন অল ইন্ডিয়ান সার্ভিসের কর্মীরা অবসর নেওয়ার পর বিভিন্ন সংস্থার সাথে বা রাজ্যের বিভিন্ন উপদেষ্টা পদে যোগ দিতেন। কিন্তু আলাপন ইস্যুতে জটিলতার পর কেন্দ্র সরকার নতুন নিয়ম আরোপ করেছে, যাতে কোথাও কাজে যোগ দেওয়ার আগে কেন্দ্রের অনুমতি বাধ্যতামূলক করে দেওয়া হল। নির্দেশিকায় আরও বলা হয়েছে, অবসরের আগের ১০ বছর যে যে সংস্থায় অল ইন্ডিয়ান সার্ভিসের ওই কর্মী কাজ করেছেন সেই সমস্ত সংস্থার ছাড়পত্র নিতে হবে। স্পিড পোস্টের মাধ্যমে ছাড়পত্র দেওয়ার আবেদন জানাতে হবে। এমনকি অবসর গ্রহণের পর ১ বছর "কুলিং অফ পিরিয়ড" পালন করতে হবে।