এবার বেচা হবে বিএসএনএল-এমটিএনএলের জমি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/03/2021   শেষ আপডেট: 04/03/2021 9:21 a.m.
-

দু'হাজার একর জমি থেকে কেন্দ্রের কাছে আসবে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা

চলতি বছরের বাজেটে বেসরকারিকরণ ও বিলগ্নিকরণ থেকে ১.৭৫ লক্ষ কোটি টাকা আয়ের লক্ষ্য স্থির করে কেন্দ্রীয় সরকার। আর এবার সেই লক্ষ্য পূরণেই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারিকরণ বা অপ্রয়োজনীয় সম্পত্তি বিক্রি বা লিজ দেওয়ার মাধ্যমে অর্থ আদায় করবে কেন্দ্র। সরকারের সূত্র মারফত খবর, বিএসএনএল, এমটিএনএল, বিইএমএল, এইচএমটির প্রায় দু'হাজার একর জমি বিক্রি করে বা লিজ দিয়ে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা কোষাগারে আনতে চায় কেন্দ্র।

এই জমি বাণিজ্যিক কাজে ব্যবহার করতে গেলে আইনের সংস্কারও করতে হতে পারে কেন্দ্রীয় সরকারকে। রাষ্ট্রায়ত্ত সংস্থার মূল কাজের সাথে যুক্ত নয় এমন সম্পত্তি থেকে অর্থ আদায় করতে একটি আলাদা সংস্থা নির্মিত হতে পারে। সরকারের সূত্র থেকে আরও জানানো হয়েছে, বিএসএনএল, এমটিএনএল দের লাভজনক করে তুলতে ৬৮ হাজার কোটি টাকার প্রকল্প তৈরি হয়েছে। এছাড়াও ইন্ডিয়ান ওয়েল, এইচপিসিএল, গেইল প্রভৃতি বেসরকারিকরণ থেকেও বিপুল অর্থ আদায়ের পথে হাঁটবে কেন্দ্র।