ব্যাঙ্ক বেসরকারিকরণের পথে আসছে বিল, বর্ষাকালীন অধিবেশনে বিল পাশ করাতে তৎপর কেন্দ্র সরকার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/07/2022   শেষ আপডেট: 16/07/2022 9:43 a.m.

তালিকায় আপাতত তিনটি ব্যাঙ্কের নাম উঠে এসেছে - ইউকো ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক

সোমবার থেকেই সংসদে শুরু হচ্ছে বর্ষাকালীন অধিবেশন। সেই নিয়ে শাসক-বিরোধী দলের মধ্যে তুঙ্গে প্রস্তুতি। কেন্দ্রের শাসকদল বিজেপিকে পর্যুদস্ত করতে কোমর বেঁধে লাগছে বিরোধী দলগুলি। তার মধ্যেই ব্যাঙ্ক বেসরকারিকরণের আরও একধাপ এগোল মোদী সরকার। সব ঠিকঠাক থাকলে এই বর্ষাকালীন অধিবেশনে পেশ হতে পারে সেই সংক্রান্ত বিশেষ বিল। নীতি আয়োগের পরামর্শ মোতাবেক অন্তত আরও দু'টি ব্যাঙ্ক বিক্রির দিকে মনোনিবেশ করতে চাইছে কেন্দ্র সরকার।

সূত্রের খবর, সেই তালিকায় আপাতত তিনটি ব্যাঙ্কের নাম উঠে এসেছে - ইউকো ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক। এই বর্ষাকালীন অধিবেশনে আপাতত এই তিনটি ব্যাঙ্ক বেসরকারিকরণের পথে যেতে চাইছে, সূত্র মারফত তেমনটাই খবর। অন্যদিকে আইডিবিআই ব্যাঙ্ক বিক্রির সমস্ত প্রক্রিয়া প্রায় শেষের পথে।

উল্লেখ্য, ১৯৭০ সালে ব্যাঙ্কিং জাতীয়করণ আইন তৈরি হয়েছিল। বর্তমান মোদী সরকার সেই আইনের বিপরীতে গিয়ে ব্যাঙ্কিং পরিচালনা ব্যবস্থা থেকে যে সরে আসতে চাইছে, তা বলাই বাহুল্য। ব্যাঙ্কিং জাতীয়করণের সংশোধনী আইন প্রস্তুতির সবধরণের খসড়া প্রায় তৈরি। বর্ষাকালীন অধিবেশনে সেই সংক্রান্ত প্রস্তাব পাশ করাতে তৎপর হবে মোদী সরকার, বলছেন রাজনৈতিক মহল।

গত বছর বর্ষাকালীন অধিবেশনে বিমা বেসরকারিকরণ আইন পাশ করানো হয়েছিল। তারপর সরকারের আওতাধীন এলআইসির শেয়ারের অংশ বাজারে আসে। শুরুতেই তা ভালো ফল দেয়নি। এবার ব্যাঙ্কিং বেসরকারিকরণের পথ প্রশস্ত করতে উঠে-পড়ে লাগতে চলেছে মোদী সরকার, খবর তেমনটাই।