দেশবাসীকে বিনামূল্য করোনার প্রতিষেধক দেবে কেন্দ্র, জানালেন প্রতাপ ষড়ঙ্গী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/10/2020   শেষ আপডেট: 26/10/2020 3:27 p.m.

উপনির্বাচনের প্রচারে এসে কেন্দ্রের এই সিদ্ধান্তের কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ ষড়ঙ্গী

বিহারকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হবে বলে ঘোষনা করা হয়েছিল কেন্দ্রের তরফে। তাই নিয়ে বিভিন্ন রাজনীতিক মহলে ওঠে সমালোচনার ঝড়। এই পক্ষপাতিত্ব ভালো চোখে নেননি অনেকেই। বিহারের বিধানসভা নির্বাচনের জন্যে যে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র বলে মনে করেছে অনেকে। কিন্তু এদিন উড়িষ্যার বালেশ্বর এ বিধানসভা উপনির্বাচনের প্রচারে এসে কেন্দ্রীয় মন্ত্রী জানান যে শুধুমাত্র বিহারকে নয় সকল ভারতবাসীকেই বিনামূল্যে করোনার প্রতিষেধক দেওয়া হবে। এবং তার জন্য কেন্দ্রীয় সরকারের মাথাপিছু খরচ পড়বে ৫০০ টাকা।

বিনামূল্যে করোনার টিকার কথা এর আগে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও বলেছিলেন। ইতিমধ্যেই তামিলনাড়ু, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে বিনামূল্যে করোনার টীকা সরবরাহ করা হবে বলে জানা গেছে।