কবে প্রকাশিত হবে সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর রেজাল্ট? জেনে নিন বোর্ডের বড় ঘোষণা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/05/2021   শেষ আপডেট: 02/05/2021 4:16 a.m.

এবছর করোনা ভাইরাসের কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি তাই দশম শ্রেণীর রেজাল্ট বের করতে বিকল্প পন্থা অবলম্বন করা হয়েছে

সারা দেশে করোনার সংক্রমণ বর্তমানে আকাশ ছোঁয়া। এই অবস্থায় মারন ভাইরাসের কোপে বাধ্য হয়ে বন্ধ করতে হয়েছে সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা। দ্বাদশ শ্রেণির পরীক্ষার তারিখ এখনো পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে, কিন্তু দশম শ্রেণির পরীক্ষার রেজাল্ট আউটের সময় হয়ে গেছে ইতিমধ্যেই। কিন্তু এখন সিবিএসই বোর্ডের সবথেকে বড় মাথা ব্যথা, কিভাবে রেজাল্ট বের করা হবে। বোর্ড জানিয়েছে, এবারে অবজেক্টিভ ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে দশম শ্রেণীর ফলাফল ঘোষিত করবে সিবিএসই। জানা যাচ্ছে আগামী ২০ জুন তারিখে এই বোর্ডের দশম শ্রেণির ছাত্রছাত্রীদের হাতে রেজাল্ট তুলে দেবে সিবিএসই বোর্ড। জানানো হয়েছে ইউনিট টেস্ট, হাফ ইয়ারলি পরীক্ষা, মিড টার্ম পরীক্ষা, এবং প্রী বোর্ড পরীক্ষায় কোন ছাত্র ছাত্রীর প্রাপ্ত নম্বর এর উপর ভিত্তি করে তৈরি করা হবে রেজাল্ট।

ইউনিট টেস্টের জন্য ধার্য করা হয়েছে ১০ নম্বর, মিড টার্ম এর জন্য আছে ৩০, এবং প্রী বোর্ড পরীক্ষার জন্য নম্বর ধার্য করা হয়েছে ৪০। বাকি ২০ নম্বর পড়ুয়ার নিজ নিজ স্কুলের হাতে রয়েছে। এছাড়াও ইন্টার্নাল অ্যাসেসমেন্ট এর মাধ্যমে সব মিলিয়ে সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা হবে এবং সেখান থেকে রেজাল্ট তৈরি করবে সিবিএসই বোর্ড। ফল প্রকাশ এবং মেধা তালিকা তৈরিতে কোন রকম অসুবিধা হবে না বলে জানিয়ে দিয়েছে সিবিএসই। এছাড়াও ইন্টারনাল রেজাল্ট কমিটি তৈরি করার কথা ঘোষণা করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। প্রত্যেকটি স্কুলে এই কমিটি থাকবে এবং ২৫ মে তারিখের মধ্যে রেজাল্ট তৈরি করতে হবে স্কুল থেকে। তারপর ৫ জুনের মধ্যে সিবিএসই দপ্তরে রেজাল্ট পাঠিয়ে দিতে হবে। ২০ জুন ফল প্রকাশ করা হবে এবছরের দশম শ্রেণীর সিবিএসই পরীক্ষার।