খুব শীঘ্রই লাগু হবে সিএএ, কিন্তু কবে? শিলিগুড়ির সভা থেকে সময় জানিয়ে দিলেন অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/05/2022   শেষ আপডেট: 05/05/2022 9:09 p.m.
অমিত শাহ্ ~ facebook.com/amitshahofficial

আজকের শিলিগুড়ির সভা থেকে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

গত লোকসভা নির্বাচনের আগে ২০১৯ সালে উত্তরবঙ্গ সফরে এসে নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে সওয়াল করেছিলেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর গত বিধানসভা নির্বাচনের আগে ও নাগরিকত্ব সংশোধনী আইনের কথা বলেই রাজবংশী এবং মতুয়াদের মন জয় করেছিল গেরুয়া শিবির। কিন্তু তার পরেও সেই সিএএ আদৌ লাগু হবে কিনা সেই নিয়ে এতদিন পর্যন্ত ছিল ধোঁয়াশা। এবারে অবশেষে বঙ্গ সফরে এসে এই সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারের ভাবমূর্তি স্পষ্ট করে দিলেন অমিত শাহ। জানিয়ে দিলেন, নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করা হবেই। গত বিধানসভা নির্বাচনের আগে যেরকম ভাবে বাংলায় এসে এই নিয়ে আশ্বাস দিয়েছিলেন, টিক সে রকম ভাবেই বৃহস্পতিবার শিলিগুড়ির মঞ্চ থেকে অমিত শাহ খোলাখুলি জানিয়ে দিলেন, খুব শীঘ্রই বাংলায় লাগু হতে চলেছে নাগরিকত্ব সংশোধনী আইন।

আজকের শিলিগুড়ির মঞ্চ থেকে অমিত শাহ বললেন, 'তৃণমূল কংগ্রেস সি এ এ নিয়ে আপনাদের ভুল বুঝাচ্ছে। তারা বলছে এই আইন লাগু হবে না। আমি বলে যাচ্ছি আজকে, করোনাভাইরাস এর ঢেউ শেষ হতে না হতেই আমরা এই নতুন আইন চালু করার প্রস্তুতি শুরু করে দেবো।' আজকের অনুষ্ঠানে অমিত শাহের মুখে এই আইনের প্রসঙ্গ উঠতেই হাততালির রোল ওঠে। অমিত শাহ বলেন, 'মমতা দিদি আপনি এটাই চান যে অনুপ্রবেশকারীরা থাকুক। কান খুলে তৃণমূল শুনে নাও, নাগরিকত্ব সংশোধনী আইনের বাস্তবিকতা ছিল, বাস্তবিকতা আছে এবং বাস্তবিকতা থাকবে। কেউ এটা বদল করতে পারবে না।'

তবে অমিত শাহের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 'একই কথা বারবার। হিজ মাস্টার্স ভয়েস। তোতাপাখির বুলি। এটা মিথ্যাচারের ভ্রষ্টাচার। এখানে যারা থাকেন তারা এই ভোট দিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী করেছেন। তারা যদি এখানকার নাগরিক না হন তাহলে কাকে তারা ভোট দিলেন?' তবে, তৃণমূল নেত্রী যতই বলুন না কেন, কেন্দ্রীয় সরকার যে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এখনো পর্যন্ত একই রকম মনোভাব বজায় রেখেছে সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।