দিল্লি হিংসার চার্জশিটে নাম সলমন খুরশিদ বৃন্দা কারাতের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/09/2020   শেষ আপডেট: 24/09/2020 6:13 p.m.
@salman7khurshid

CAA বিরোধী বক্তৃতায় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ

বছরের শুরুতে CAA NRC নিয়ে উত্তাল থাকা দিল্লিতে নানা জায়গায় ওই বিল বিরোধী ভাষণ দেন প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা সলমন খুরশিদ এবং সিপিএম নেত্রী বৃন্দা কারাত। দিল্লি পুলিশের অভিযোগ ওই সমস্ত বক্তৃতায় এমন কিছু উস্কানিমূলক কথা ছিল যা দিল্লিতে হিংসা ছড়িয়ে পড়তে সাহায্য করেছিলো। গত ১৭ সেপ্টেম্বর দিল্লি হিংসা মামলায় সর্বশেষ চার্জশিটটি কড়কড়ডুমা আদালতে পেশ করে দিল্লি পুলিশ। তাতেই নাম এই সমস্ত নেতার। একই অভিযোগে ওই চার্জশিটে নাম আছে উত্তর-পশ্চিম দিল্লির প্রাক্তন বিজেপি সাংসদ উদিত রাজেরও। যদিও তিনি ২০১৯ লোকসভা ভোটের আগেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন।

চার্জশিটে নাম থাকার খবর পেয়ে উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা খুরশিদ দিল্লি পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ করেন।